এ কে আজাদ: কাজল আরেফিন। চলচ্চিত্র পরিচালক। তিনি অনেক বিখ্যাত বিখ্যাত চলচ্চিত্রের সহকারী পরিচালক ছিলেন। তিনি যেসব চলচ্চিত্রে সহকারী চিত্রপরিচালক হিসেবে কাজ করেছেন- রাতের পর দিন, রাজার হলো সাজা, জাল থেকে জ্বালা, বাদী থেকে বেগম ও দুই পর্ব। আর প্রধান সহকারী হিসেবে কাজ করেছেন- গোলাপী এখন ট্রেনে, সুন্দরী, সূর্য দীঘল বাড়ি, লাল সবুজের পালা এবং দহন চলচ্চিত্রের।
এককভাবে একটি মাত্র চলচ্চিত্র নির্মাণ করেছিলেন কাজল আরেফিন। শৈল্পিক এই চলচ্চিত্রটির নাম ‘সুরুজ মিঞা’ (২৮/০৯/১৯৮৪)। এ দেশের মাটির গন্ধে ভরা এই চলচ্চিত্রটি দিয়েই আলোচনায় চলে এসেছিলেন তিনি। পেয়ে ছিলেন গুণী নির্মাতার সুখ্যাতিও। কিন্তু ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ায়, আর কোন চলচ্চিত্র নির্মাণ করার সূযোগ হয়নি তাঁর। নিজের প্রযোজনায় নির্মিত ‘সুরুজ মিঞা’ চলচ্চিত্রটিতে বিনিয়োগ কৃত প্রায় সম্পূর্ণ টাকাই লোকসান গুনতে হয় তাঁকে।
এই কারণে সেই সময় তিনি প্রচণ্ড রকমের আর্থিক দ্বৈনতায় পরেন। সময়ের আবর্তে ডিভি লটারির কল্যাণে তিনি চলে গিয়েছিলেন অ্যামেরিকায়। সেখানে স্থায়ী হলেও, পৃথিবী থেকে চলে যাবার কিছু দিন আগে ফিরে এসেছিলেন নিজ দেশে।
১৯৪৮ সালের ১৮ এপ্রিল, জামালপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কাজল আরেফিন। আমাদের দেশের এক সম্ভাবনাময় প্রতিভাবান চিত্রপরিচালক কাজল আরেফিন এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ । তিনি ২০২২ সালের ১৯ জুলাই, ঢাকার ল্যাব এইড হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুদিবসে এই চিত্রপরিচালকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।