কিভাবে তিনি এতো ফিট ও তরতাজা থাকেন, তা জানালেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে। এ সময় তিনি তার সুস্থতার পেছনের চাবিকাঠি হিসেবে একটি বিশেষ ঘরোয়া টোটকার কথাই বলেছেন।
মৌসুম পরিবর্তনের সময়ে সর্দি-কাশি তো লেগে থাকেই, সেইসঙ্গে যুক্ত হয় ভাইরাল জ্বর। তার ওপর কখনো পাহাড়ে, কখনো সমুদ্রের ধারে শ্যুটিং করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের।
চিত্রনাট্যের প্রয়োজনে বৃষ্টিতে ভিজতেও হয়।
কী খেয়ে ফিট থাকেন কঙ্গনা
হলুদ, আদা, আমলকী ও গোটা গোলমরিচ দিয়ে তৈরি পানীয় খেয়ে সর্দি-কাশির প্রকোপ থেকে বেঁচে থাকেন কঙ্গনা। একটা পাত্রে পানি গরম করে তাতে কাঁচা হলুদের টুকরা, আদা কুচি, আমলকির টুকরা ও কয়েকটি গোটা গোলমরিচ দিয়ে ফোটাতে হবে।