পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানের মতোই বলিউডে পা রেখেছেন তার ছেলে ইব্রাহিম আলি খান। তার অভিনীত প্রথম সিনেমা ‘নাদানিয়া’ মুক্তি পাওয়ার আগেই ইব্রাহিমকে নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের ছিল ব্যাপক আগ্রহ। কিন্তু সিনেমা মুক্তির পর সেই উত্তেজনা যেন মুহূর্তেই সমালোচনায় রূপ নেয়। তার অভিনয় ও নায়িকার সঙ্গে রসায়ন আর গল্প— সব মিলিয়েই সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হন ইব্রাহিম।
এদিকে পরিচালক-প্রযোজক ও অভিনেতা করণ জোহর সাইফপুত্র ইব্রাহিমকে বলিউডে লঞ্চ করেছিলেন এবং তার পরবর্তী প্রজেক্ট ‘সরেজমিন’-এও সুযোগ দিয়েছিলেন তিনি। তবে করণের ঘনিষ্ঠ সূত্র জানায়, অনেকেই করণ জোহরকে ইব্রাহিমকে নিয়ে দ্বিতীয় সুযোগের জন্য ভেটো দিয়েছেন, তবু করণ তার প্রতিশ্রুতি রেখেছিলেন।
সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রথম সিনেমাটিকেই সরাসরি ‘খারাপ’ বলে বসলেন ইব্রাহিম। তিনি বলেন, ‘খোলাখুলি বলছি, ওটা সত্যিই খুব খারাপ সিনেমা ছিল।’ আর এ মন্তব্য শুনেই চটে গেছেন সিনেমার সহপ্রযোজক করণ জোহর। পরিচালকের একটি সূত্র জানিয়েছে এ খবর।
এ ঘটনার পর ফিসফিসানি শুরু হয়েছে বলিউডে। যদিও করণ জোহরের পক্ষ থেকে এখনো প্রতিক্রিয়া আসেনি। তবে ইব্রাহিমের মন্তব্য তাদের সম্পর্কের মধ্যে অপ্রত্যাশিত উত্তেজনা সৃষ্টি করেছে।
ইব্রাহিম প্রথম সিনেমার সমালোচনা করলেও নিজের পরের ছবি ‘দিলের’-এ সব ফোকাস রাখছেন। তিনি বলেন, আমি চাই ভালো কাজের পর আবার করণ স্যারের সঙ্গে কাজ করি এবং তাকে গর্বিত করতে পারি।
