নাসিম রুমি: প্রথম ছবিতেই বাজিমাত। বড় চুল, হাতে গিটার আর এক সংবেদনশীল মন নিয়ে রুপালি পর্দায় ‘কৃষ কাপুর’ রূপে আত্মপ্রকাশ করে রীতিমতো দর্শকমহলে করেছেন আহান পাণ্ডে। চলতি বছরের অন্যতম বড় হিট দিয়েছে তার অভিনীত ছবি ‘সাইয়ারা’। তবে সেই সাফল্য নিয়ে বসে থাকতে নারাজ ২৭ বছর বয়সী এই অভিনেতা।
নিজেকে নতুন করে ভাঙছেন আহান, এবার শুরু করলেন নতুন প্রস্তুতি। ‘কৃষ কাপুর’কে যে তিনি পিছনে ফেলে অনেকটা এগিয়ে এসেছেন, অহানের নতুন লুক তারই প্রমাণ।
সম্প্রতি অভিনেতা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। ছোট করে কাটা চুল, স্বল্প দাড়ি ও পরনে লেদার জ্যাকেটে একেবারে অন্যরকম লুকে ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে শুধু লিখেছেন, ‘এটা একটা কাট।’
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এবার যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আহান। তাকে দেখা যাবে পরিচালক আলী আব্বাস জাফরের পরবর্তী ছবিতে। মূলত গুপ্তচরবৃত্তি সংক্রান্ত অ্যাকশনধর্মী ছবি বানানোর জন্য পরিচিত এই পরিচালক।
সালমান খানকে নিয়ে তার ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজি বলিউড বক্স-অফিসে দারুণ হিট। তাই জল্পনা, আলী আব্বাসের ছবিতে আহানকেও দেখা যাবে একেবারে নতুন রূপে অ্যাকশনধর্মী এক নতুন অবতারে। ছবিতে তার বিপরীতে থাকছেন অভিনেত্রী শর্বরী ওয়াগ।
আগামী বছর থেকে শুরু হবে এই ছবির শুটিং। ‘সাইয়ারা’ ছবিতে অনীত পাড্ডার সঙ্গে আহানের রোম্যান্টিক রসায়ন এখনো দর্শকের মাঝে রয়েছে । এবার শর্বরী ও আহানের নতুন জুটি পর্দায় কতটা দাগ কাটতে পারে, সেটাই এখন দেখার বিষয়।