English

29.2 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
- Advertisement -

সাড়া ফেলেছে ইমরান-পড়শী-জীবনের ‘কথা একটাই’

- Advertisements -

গীতিকার রবিউল ইসলাম জীবনের সঙ্গে জনপ্রিয় গায়ক ইমরান ও পড়শীর চেনাজানা অনেক আগে থেকেই। গান দিয়ে বারবার সাড়া ফেলেছেন এই তিনজন। এবার আবারও এক হয়েছেন এই ত্রয়ী। এবার তাদের ‘কথা একটাই’।

ইমরান-পড়শীর জন্য এমনই শিরোনামে গান লিখেছেন জীবন। কণ্ঠের পাশাপাশি সুর ও সংগীতের কাজ ইমরান নিজেই সেরেছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) পড়শীর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন সৈকত রেজা। মডেল হয়েছেন ইমরান-পড়শী।  প্রথম দিনেই ১ মিলিয়ন ভিউয়ারের মাইলফলক স্পর্শ করেছে গানটি। সঙ্গে যুক্ত হয়েছে ভক্ত-শ্রোতাদের হাজার হাজার লাইক-কমেন্টস।

নতুন এ গান নিয়ে গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘ইমরান ও পড়শী আমার অত্যন্ত পছন্দের ও স্নেহের শিল্পী। সংগীতে তাদের পথচলা কাছ থেকেই দেখছি। আমাদের একসঙ্গে যতগুলো গান হয়েছে, প্রায় সবগুলোই শ্রোতারা ভালোবেসে নিয়েছেন। নতুন গানটিও দ্রুত সময়ে চমৎকার রেসপন্স পাচ্ছে।’

ইমরান বলেন, ‘এই গান নিয়ে দর্শকদের মাঝে অনেক আগ্রহ দেখতে পাচ্ছি। প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই গানটি ট্রেন্ডিংয়ে চলে আসে। আর একদিনে গানটি ৭ লাভ ভিউয়ার পেয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটি দুর্দান্ত। আশাকরি এই শ্রোতাদের এই ভালোলাগা অব্যাহত থাকবে।’

গায়িকা পড়শী বলেন, “জীবন মামার কথায় আমার ও ইমরান ভাইয়ের ‘জনম জনম’ গানটি সুপারহিট হয়েছিল। নতুন গানটির ক্ষেত্রেও আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। গানটির প্রতি শ্রোতাদের ভালোবাসা দেখে আমরা মুগ্ধ।’

উল্লেখ্য, ‘জনম জনম’ ছাড়াও রবিউল ইসলাম জীবনের লেখা ‘জয় হবেই হবে’, ‘বলে দাও’ ও ‘আবদার’ গানগুলোতে দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন ইমরান ও পড়শী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0y0x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন