English

26.9 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে বিলাসবহুল গাড়ি কিনলেন জাহ্নবী

- Advertisements -

নাসিম রুমি: বলিউড নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। কোন ব্র্যান্ডের পোশাক পরেন, কী খান, কোন ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করেন— এসব জানতে এক প্রকার মুখিয়ে থাকেন ভক্তরা। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের ভক্তদের জন‌্য নতুন খবর হলো— বিলাসবহুল একটি গাড়ি কিনেছেন এই বলিউড অভিনেত্রী।

রোববার সকালে নতুন গাড়ি নিয়ে মুম্বাই শহরে ঘুরে বেড়ান জাহ্নবী কাপুর। লেক্সাস এলএম ব্র্যান্ড নিউ গাড়ি নিজেকে উপহার দিয়েছেন এই অভিনেত্রী। বলিউডের মাত্র কয়েকজন তারকা বিলাসবহুল এ গাড়ির মালিক। ভারতে এ গাড়ির বর্তমান মূল্য আড়াই কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৪৮ লাখ টাকার বেশি)।

চার আসনের গাড়িটিতে রয়েছে বাতাসচলাচলযুক্ত রিক্লাইনার সিট, সিট হিটার, একটি মিনি রেফ্রিজারেটর, ভ্যানিটি মিরর, ল্যাম্প, কাপহোল্ডার, স্লাইডিং ডোর, প্রাইভেসি পার্টিশনসহ বিশ্বমানের সুবিধা রয়েছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক-অভিনেতা বনি কাপুর দম্পতির বড় কন্যা জাহ্নবী কাপুর। গুঞ্জন রয়েছে, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। বছর জুড়েই এই যুগল আলোচনায় থাকেন।

‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জাহ্নবী। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উলাজ’। গত ২ আগস্ট মুক্তি পায় এটি। বর্তমানে জাহ্নবীর হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘দেবারা’, ‘সানি সংস্কৃতি কি তুলসি কুমারি’ প্রভৃতি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jglt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন