প্রশংসায় ভাসছেন সানিডেল স্কুলের মেধাবী শিক্ষার্থী কাজী আকিফ। অল্প বয়সেই ‘বাস নাম্বার সিক্স’ চলচ্চিত্র নির্মাণ করে সকলকে অবাক করে দিয়েছেন। কাজী আকিফ হলো বিটিভির জনপ্রিয় উপস্থাপক সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের সুযোগ্য সন্তান। সম্প্রতি বাংলাদেশের স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুল সানিডেল-এ অনুষ্ঠিত হয়ে গেলো সানিডেল স্কুল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫। সানিডেল স্কুল ফিল্ম ক্লাবের আয়োজনে এই ফিল্ম ফেস্টিভ্যালে বিভিন্ন স্কুল ও কলেজের ১১টি দল তাদের নিজস্ব প্রযোজনার বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন করে।
দিনব্যাপি এই আয়োজনে অংশগ্রহণকারী স্কুলের সদস্যরা ছাড়াও ব্যাপক সংখ্যক দর্শণার্থী উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির প্রধান সানিডেল স্কুলের ফিল্ম ক্লাবের সভাপতি কাজী আহনাফ আকিফ মমরেজ বলেন, অনুষ্ঠানটি ছিলো তাদের ক্লাবের অনেক দিনের স্বপ্ন; যা সেদিন বিপুল উৎসাহ- উদ্দীপনা আর ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে স্বার্থক হয়েছে।
এই স্কুল চলচ্চিত্র উৎসবে রাষ্ট্রীয় পুরস্কার জয়ী খ্যাতিমান অভিনেত্রী সূচন্দা ছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। এই প্রদর্শনীতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী জয়া আহসান ও আন্তর্জাতিক সিনেমা ক্রিটিক বিধান রিবেরু উপস্থিত থাকার কথা থাকলেও তারা শেষ পর্যন্ত অংশ নিতে পারেননি। এজন্য আয়োজকদের নিকট দুঃখ প্রকাশ করেছেন। সানিডেল স্কুলের ফিল্ম ক্লাবের সভাপতি কাজী আকিফ মমরেজ পরিচালিত ‘বাস নাম্বার সিক্স’ ছবিটি ব্যাপকভাবে প্রশংসিত হয়। আকিফ ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণে উচ্চ শিক্ষা গ্রহণ করে বাংলা চলোচিত্রের বিশ্বায়নে নিবেদিত হতে চান বলে জানান। সানিডেলসহ অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণ আয়োজনটিকে যথেষ্ট মানসম্মত, শিক্ষামূলক ও উৎসাহব্যঞ্জক বলে বাহবা দিয়েছেন। উৎসবের শেষ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়। সানিডেল স্কুলের প্রিন্সিপাল শিক্ষাবিদ ইয়াসমিন হাবিব বলেন, সানিডেল প্রতিবছর এই উৎসব আয়োজনের ধারা অব্যাহত রাখবে এবং নতুন প্রজন্মের সিনেমা তৈরির সকল ক্ষেত্রের প্রতিভা অন্বেষণে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এই আয়োজনের সাফল্যে আমি গর্বিত।