English

27.2 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

সাফল্যের খোঁজে জ্যোতিষীর শরণাপন্ন যেসব বলিউড তারকারা

- Advertisements -

নাসিম রুমি: বাইরে থেকে তারকাদের জীবন আলোকিত মনে হলেও, আসলে তাদের জীবনেও মাঝেমধ্যে নেমে আসে অন্ধকার। তখন তারাও জ্যোতিষের সাহায্য নেন। জীবনের কঠিন সময় থেকে মুক্তি পেতে কখনও তারা নানা রকমের রত্ন ধারণ করেন, কখনও আবার জ্যোতিষের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করেন। দেখে নেওয়া যাক বলিউডের কোন কোন তারকা জ্যোতিষ নিয়ে কী ধারণা পোষণ করেন—

বরাবরই জ্যোতিষে বিশ্বাসী সালমান খান। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জ্যোতিষবিদের সঙ্গে আলোচনা করেন তিনি। যেমন কোন দিনে ছবি মুক্তি পেলে তা ভাল চলবে ইত্যাদি পরামর্শ নিয়ে থাকেন তিনি। সালমান পরিবারের সদস্যেরাও জ্যোতিষে বিশ্বাসী।

জ্যোতিষ নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে অমিতাভ বচ্চনেরও। প্রায়ই জ্যোতিষীদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন ও পরামর্শ নেন। বিগ-বিও ছবি মুক্তির আগে জ্যোতিষীর নির্দেশ মানেন। বর্ষীয়ান তারকা বিশ্বাস করেন, ব্রহ্মাণ্ডের গ্রহ-নক্ষত্রের নানা প্রভাব থাকে মানুষের জীবনের উপর।

জ্যোতিষের সঙ্গে নাকি নানা রকমের কুসংস্কারেও বিশ্বাস করেন একতা কপূর। জীবন সংক্রান্ত নানা ধরনের পরামর্শ নিয়ে থাকেন জ্যোতিষবিদ্দের থেকে। তাদের নির্দেশ ছাড়া নিজের কোনও কাজ শুরু করেন না একতা। একটা সময় ঠিক এই কারণেই একতার সমস্ত ধারাবাহিকের নামের প্রথম অক্ষর থাকত ‘ক’। একতা বিশ্বাস করতেন, এই অক্ষর তার জন্য শুভ।

জ্যোতিষে বিশ্বাস করেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনিও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। এমনকি নিজের সাফল্যের অর্ধেক কৃতিত্ব জ্যোতিষীদের দিয়ে থাকেন অভিনেত্রী।

শরীরচর্চা নিয়ে খুবই সচেতন শিল্পা শেট্টি। তবে তার পাশাপাশি জ্যোতিষেও আগ্রহ রাখেন তিনি। জীবনে ভারসাম্য বজায় রাখার জন্য জ্যোতিষীদের পরামর্শকে বিশেষ গুরুত্ব দেন অভিনেত্রী। জ্যোতিষীর পরামর্শেই জীবনে শান্তি ও সমতা খুঁজে পেয়েছেন বলে মনে করেন শিল্পা।

নিজের বিষয়ে বেশি কথা বলতে পছন্দ করেন না রণবীর কাপুর। কিন্তু জ্যোতিষে আগ্রহ রয়েছে তার। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জ্যোতিষীর সিদ্ধান্ত নেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0xdw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন