রূপাঞ্জনা লিখেছেন, ‘জ্বর নেই।
এদিকে অভিনেত্রীর অসুস্থতার বিষয়ে জানতে কলকাতার সংবাদ মাধ্যম টিভি৯ এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ডাক্তার আমাকে টানা চারদিন রেস্ট দিয়েছেন। এটাই এই জ্বরের মহৌষধ। আর খালি ফ্লুইড এবং জল খেতে দিয়েছেন তিনি। আমি শুটিংয়ে যেতে পারিনি চারদিন। তবে শনিবার থেকে শুটিংয়ে যাব। যদিও এখনও অনেক দুর্বল আছি।’
৭ ডিসেম্বর বিয়ে ছিল অভিনেত্রী সন্দীপ্তা সেনের। বৃষ্টি মাথায় নিয়েই বিয়েবাড়িতে গিয়েছিলেন রূপাঞ্জনা। তার দুই দিন পর থেকেই জ্বর আসতে শুরু করে অভিনেত্রীর। এদিকে অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে সামাজিক মাধ্যমে অনুরাগীরাও একের পর এক পোস্ট করে তাঁর সুস্থতা কামনা করছেন।
বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দারুণ এক নারীর চরিত্রে অভিনয় করছেন রূপাঞ্জনা। লাবণ্য সেনগুপ্ত নামের সেই নারী সত্যের পথে চলে। দূর দৃষ্টির অধিকারী। টানা ১১ সপ্তাহ টিআরপি চার্টের শীর্ষস্থান দখল করেছিল ‘অনুরাগের ছোঁয়া’। তবে জ্বরের কারণে ৪ দিন ধরে শুটিংয়ে যাচ্ছেন না রূপাঞ্জনা মিত্র।