English

28 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

সারাদিন বিছানায় পড়ে থাকতে ইচ্ছে করছে: রূপাঞ্জনা মিত্র

- Advertisements -
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। তবে হঠাৎ করেই অসুস্থ হয়ে বিছানায় পড়েছেন তিনি। প্রবল জ্বরে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী।
চিকিৎসক বলেছেন যে, ফ্লু হয়েছে তাঁর। শরীর একেবারেই ভাল নেই, এমনটাই জানালেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে শারীরিক অবস্থার কথা জানিয়েছেন রূপাঞ্জনা মিত্র। 

রূপাঞ্জনা লিখেছেন, ‘জ্বর নেই।

কিন্তু খুব ক্লান্তি, শরীর খারাপ, নাক থেকে বিন্দু ফোঁটাও মাঝে মধ্যে পড়ছে। মাথা ব্যথা। গোটা শরীর ব্যথা। কেউ যেন শক্তি নিংড়ে নিচ্ছে।
উঠে আনন্দ করতে ইচ্ছে করছে। কিন্তু পারছি না। সারাদিন বিছানায় পরে থাকতে ইচ্ছে করছে। দুর্বল লাগছে। ডাক্তার বললেন, এরকম সবার হচ্ছে।
তাই টেস্টগুলো করিয়ে নিলাম। মাথাটিকেও রেস্ট দিলাম। আগামীকাল সুইচ অন করব।’
 

এদিকে অভিনেত্রীর অসুস্থতার বিষয়ে জানতে কলকাতার সংবাদ মাধ্যম টিভি৯ এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ডাক্তার আমাকে টানা চারদিন রেস্ট দিয়েছেন। এটাই এই জ্বরের মহৌষধ। আর খালি ফ্লুইড এবং জল খেতে দিয়েছেন তিনি। আমি শুটিংয়ে যেতে পারিনি চারদিন। তবে শনিবার থেকে শুটিংয়ে যাব। যদিও এখনও অনেক দুর্বল আছি।’

৭ ডিসেম্বর বিয়ে ছিল অভিনেত্রী সন্দীপ্তা সেনের। বৃষ্টি মাথায় নিয়েই বিয়েবাড়িতে গিয়েছিলেন রূপাঞ্জনা। তার দুই দিন পর থেকেই জ্বর আসতে শুরু করে অভিনেত্রীর। এদিকে অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে সামাজিক মাধ্যমে অনুরাগীরাও একের পর এক পোস্ট করে তাঁর সুস্থতা কামনা করছেন।

বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দারুণ এক নারীর চরিত্রে অভিনয় করছেন রূপাঞ্জনা। লাবণ্য সেনগুপ্ত নামের সেই নারী সত্যের পথে চলে। দূর দৃষ্টির অধিকারী। টানা ১১ সপ্তাহ টিআরপি চার্টের শীর্ষস্থান দখল করেছিল ‘অনুরাগের ছোঁয়া’। তবে জ্বরের কারণে ৪ দিন ধরে শুটিংয়ে যাচ্ছেন না রূপাঞ্জনা মিত্র।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5p4m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন