English

21 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
- Advertisement -

‘সালমানের সঙ্গে অভিনয় স্বপ্নপূরণের মতো’

- Advertisements -

নাসিম রুমি: সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং চলচ্চিত্র জগতে তার যাত্রা ও আসন্ন সিনেমা নিয়ে কথা বলেছেন। বেছে বেছে এবং চরিত্রকে গুরুত্ব দিয়ে অভিনয়ের জন্য পরিচিত এই তারকা তার নতুন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো সালমান খানের সঙ্গে রুপালি পর্দায় হাজির হবেন চিত্রাঙ্গদা।

সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, বলিউডের সুপারস্টার সালমান খানের সঙ্গে কাজ করা তার কাছে স্বপ্নপূরণের মতো অভিজ্ঞতা। শুটিং সেটে সালমানের উপস্থিতি এক ধরনের ইতিবাচক শক্তি তৈরি করে উল্লেখ করে চিত্রাঙ্গদা বলেন, তার অভিনয় দেখেই অনেক কিছু শেখা যায়। পাশাপাশি সালমান যেভাবে সহশিল্পীদের স্বাচ্ছন্দ্য বোধ করান, তা পুরো কাজের পরিবেশকে সহজ ও চাপমুক্ত করে তোলে।

চিত্রাঙ্গদার ভাষায়, ‘পর্দার সালমান খান অত্যন্ত শক্তিশালী হলেও ব্যক্তিগতভাবে তিনি খুব শান্ত ও স্থির। তার সঙ্গে কাজ করার সময় সব চাপ যেন হঠাৎ করেই উধাও হয়ে যায়। ‘ব্যাটল অব গালওয়ান’র শুটিং আমার জন্য সত্যিই একটি দুর্দান্ত অভিজ্ঞতা।’

অভিনেত্রী আরও বলেন, তারকাখ্যাতির বাইরেও সালমান খানের পেশাদারিত্ব এবং সহ-অভিনেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের দক্ষতা শুটিং প্রক্রিয়াকে সহজ করেছে। চিত্রাঙ্গদার কাছে এই ছবিটি কেবল আরেকটি চলচ্চিত্র নয়, বরং জাতীয় গুরুত্ব বহনকারী একটি গল্পের অংশ হওয়া যা তার ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক।

উল্লেখ্য, ব্যাটল অব গালওয়ান একটি যুদ্ধভিত্তিক কাহিনি নিয়ে নির্মিত চলচ্চিত্র, যা গালওয়ান উপত্যকায় সংঘটিত ঘটনার প্রেক্ষিতে ভারতীয় সৈন্যদের সাহসিকতা ও আত্মত্যাগকে সম্মান জানাবে। অ্যাকশনধর্মী ও আবেগঘন গল্পের মিশ্রণে নির্মিত এই ছবিটি ইতিমধ্যেই বছরের অন্যতম বড় প্রতীক্ষিত সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/31ry
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন