নাসিম রুমি: বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা- বিষয়বস্তু চিরচেনা প্রয়াত নায়ক সালমান শাহ। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে সোহেল রানার এক পুরোনো সাক্ষাৎকারের ভিডিও। সেখানে তাকে বলতে শোনা যায়, সালমান শাহ মারা গেছে অনেক বছর আগে। তার তো কেউ ছবি দেখেনি। তাহলে তার ফ্যান হলো কীভাবে? মানুষের থেকে শুনে বা আমাদের কাছে ইমোশনাল কথা শুনে ফ্যান হয়ে বসে আছে।
এতেই থেমে থাকেননি এই বর্ষীয়ান অভিনেতা। তার ভাষায়, সালমান ছবি করেছে কটা? ২২টা। কী ধরনের ছবি করেছে? একই ধরনের সিনেমা- প্রেমের ছবি। চরিত্রের বৈচিত্র্যই তো খুঁজে পায়নি। কয়েক ধরনের চরিত্র করলেই তাকে বড় শিল্পী বলতে পারতাম।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে দেখা গেছে তীব্র প্রতিক্রিয়া। কেউ কেউ সোহেল রানার মন্তব্যকে ‘অসন্মানজনক’ বলে সমালোচনা করছেন, আবার অনেকে মনে করছেন, তিনি নিজের দৃষ্টিভঙ্গি থেকেই চলচ্চিত্র বাস্তবতা তুলে ধরেছেন।
