English

25 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫
- Advertisement -

সালমান, শহীদ ও হৃতিক ছাড়াও যারা আছেন বলিউডের ফ্লপ সিনেমার তালিকায়

- Advertisements -

নাসিম রুমি: বলিউডে চলতি বছর এমন অনেক বিগ বাজেটের সিনেমা মুক্তি পেয়েছিল, যা নিয়ে ছিল আকাশছোঁয়া প্রত্যাশা। কিন্তু বক্স অফিসে ফল হয়েছিল ঠিক তার বিপরীত। শুধু বড় তারকা, বিশাল বাজেট আর ব্যয়বহুল প্রচারই একটি সিনেমার সাফল্যের চাবিকাঠি হতে পারে না। চাই ভালো গল্প, ভালো চিত্রনাট্য এবং দর্শকদের ভালোবাসা— এসবই শেষ কথা।

বলিউডে এমন কিছু সিনেমা ফ্লপের তালিকায় নাম লিখিয়েছে। যেখানে ছিল দুর্বল গল্প, চিত্রনাট্য এবং নেতিবাচক পর্যালোচনা। আর সে কারণে আকাশছোঁয়া প্রত্যাশায় ব্যর্থতার ছাপ পড়ে। এমন কিছু সিনেমায় হিরো ছিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান থেকে শুরু করে শহীদ কাপুর— এমনকি হৃতিক রোশনের মতো বড় তারকাও।

দেখে নেওয়া যাক, ২০২৫ সালের যে ছয়টি বড় সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে—

১. গেম চেঞ্জার

দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও অভিনেত্রী কিয়ারা আদভানি অভিনীত ‘গেম চেঞ্জার’ সিনেমাটি ধীরগতির কারণে প্রেক্ষাগৃহে কোনো ছাপ ফেলতে পারেনি। দর্শকদের মন জয় করতে ব্যর্থ হওয়ায় ফ্লপের খাতায় নাম লিখিয়েছে। সিনেমাটি ১৩১.১৭ কোটি টাকা আয় করেছিল।

২. সিকান্দার

কয়েক বছর ধরেই ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের বেশ কিছু সিনেমা বক্স অফিসে আশানুরূপ সাফল্য পাচ্ছে না। তবে ‘সিকান্দার’ সিনেমার ভাগ্য ছিল আরও খারাপ। বিশাল প্রচার আর হাইপ তৈরি হলেও গল্পে নতুনত্ব না থাকায় সবটাই জলে গেছে। অনুমান নির্ভর প্লট এবং দুর্বল লেখনী এটিকে বছরের অন্যতম বড় ফ্লপ করে তুলেছে। ইন্ডিয়ায় নেট কালেকশন ছিল ১০৯.৬৪ কোটি টাকা।

৩. ঠগ লাইফ

কিংবদন্তি অভিনেতা কমল হাসানের ‘ঠগ লাইফ’ সিনেমাটি ছিল বছরের অন্যতম ব্যয়বহুল সুপার ফ্লপ। নেতিবাচক সমালোচনা সেই বড় বাজেটের সিনেমাটিকে পুরোপুরি ডুবিয়ে দেয়। যার বক্স অফিসে আয় ছিল ৪৮.১৮ কোটি টাকা।

৪. ওয়ার ২

অভিনেতা হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের মতো বড় নাম থাকা সত্ত্বেও, ‘ওয়ার ২’ সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়। বড় অঙ্কের ওপেনিং পেলেও ধীরে ধীরে সিনেমার গতি কমে যায়। ৪০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হওয়া সিনেমাটির বিশ্বব্যাপী আয় ছিল মাত্র ৩৬৫ কোটি টাকা, যা ক্ষতির মুখে পড়ে ৪০ কোটি টাকারও বেশি।

৫. দেবা

‘দেবা’ সিনেমা মুক্তির আগে অভিনেতা শহীদ কাপুরের ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু গতানুগতিক গল্প, আকর্ষণহীন ট্রেলার ও মিশ্র প্রতিক্রিয়ার কারণে এ সিনেমাটি দর্শকদের সেভাবে প্রেক্ষাগৃহে টানতে পারেনি। যার আয় ছিল ৩৩.৯ কোটি টাকা।

৬. ইমার্জেন্সি

বলিউডের ঠোঁটকাটাখ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউতের রাজনৈতিক ড্রামা ‘ইমার্জেন্সি’ সিনেমাটিও দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ভারতের নেট সংগ্রহ ছিল খুবই কম। ইন্ডিয়া নেট কালেকশন ১৮.৩৫ কোটি টাকা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/g89p
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন