English

28.8 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
- Advertisement -

সালমান শাহ’র জনপ্রিয়তা দিন দিন বাড়ছে: অপূর্ব

- Advertisements -

নাসিম রুমি: ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারেই বদলে দিয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্র। কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে বিদায় নেন তিনি। মৃত্যুর ২৯ বছর পার হলেও আজও ভক্ত-শিল্পীদের কাছে তিনি আইকন। তাঁর মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

তিনি বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র জগতে সালমান শাহ একজন কালজয়ী শিল্পী। এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তাঁকে বলা হয় বাংলা ছবির ফ্যাশন আইকন। তিনি হচ্ছেন অনেক তরুণ তরুণীদের আইডল। তাঁর সৃষ্টিকর্ম দিয়ে এখনও সবার হৃদয়ে বেঁচে আছেন। অনেকের কাছে তিনি স্বপ্নের একজন মানুষ। মৃত্যুর ২৯ বছর পরও তাঁর অভিনীত ছবি সমানভাবে দর্শক-ভক্তদের কাছে প্রিয়।’

অপূর্ব বলেন, ‘চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি ছবির অভিনয় দিয়ে জয় করেছেন অগণিত দর্শকহৃদয়। তাঁর অভিনীত চলচ্চিত্রের কিছু গান এখনও শ্রোতাদের মুখে ফেরে। মৃত্যুর পর দেখা যায় তারকাদের জনপ্রিয়তায় ভাটা পড়ে, কিন্তু সালমান শাহ’র দিন দিন বাড়ছে। ভক্তদের কাছে তিনি এক বিস্ময়, রহস্যঘেরা তারকা।’

সালমান শাহ জন্য প্রর্থনা করে অপূর্ব বলেন, ‘১৯৯৬ সালের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এ নায়ক। তাঁকে হারিয়ে চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর মৃত্যুবার্ষিকীতে সৃষ্টিকর্তার কাছে আত্মার শান্তি কামনা করছি। আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন– এটাই আমাদের প্রার্থনা।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0efq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন