মনে হচ্ছিল যেন আকাশ থেকে পড়ে গেছি। এরপর আমি মেডিক্যালে গেলাম।’ তিনি আরো বলেন, ‘যতটুকু আমি মনে করতে পারি, সালমান শাহ ছিল স্ট্রেচারে শুয়ে, গায়ে কোনো জামা ছিল না, তবে তার গলায় একটি চেইন ছিল। আমি তার কাছাকাছি যেতে চাইছিলাম, কিন্তু অস্থিরতার কারণে আমি মাটিতে বসে পড়লাম।
এরপর সব আনুষ্ঠানিকতা শেষে তার দাফন সম্পন্ন হয়।’
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসায় সালমান শাহর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। যদিও প্রথম দিকে এটিকে ‘অপমৃত্যু’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, তবে পরবর্তীতে, ২৯ বছর পর এই মামলাটি নতুন করে হত্যা মামলায় পরিণত হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/3wn9
