English

21 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
- Advertisement -

সিনেমার ভিড়ে দর্শক মাতাচ্ছে ‘বোহেমিয়ান ঘোড়া’

- Advertisements -

নাসিম রুমি: ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো দারুণ সাড়া ফেলেছে। প্রায় সবগুলো সিনেমাই ভালো দর্শক টানছে। তার ভিড়ে জমে উঠেছে ওটিটির ঈদ আয়োজনও। প্রশংসা পাচ্ছে মোশাররফ করিম অভিনীত ‘বোহেমিয়ান ঘোড়া’।

এই সিরিজে ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নানা হাস্যরসাত্মক কাণ্ড কারখানা নিয়ে ‘বোহেমিয়ান ঘোড়া’র আব্বাস হয়ে হাজির হয়েছেন মোশাররফ করিম। যিনি কি না প্রতিটি শহরেই একটি করে বিয়ে করেন।

সিরিজটি মুক্তির পর অন্তর্জালে প্রশংসা কুড়াচ্ছে। বিশেষ করে মোশাররফ করিমের অভিনয়, সেই সঙ্গে পরিচালকের নির্মাণ মুন্সিয়ানা।

সোশ্যাল মিডিয়ায় দর্শকের মন্তব্যের বেশিরভাগই ছিল মোশাররফ করিমকে ঘিরে। কেউ কেউ বলছিলেন, “সিরিজজুড়ে ছিল মোশাররফ করিমের জাদুকরী অভিনয়। মুগ্ধ হয়েছি।’ একজন মন্তব্য করেন, ‘অমিতাভ রেজা চৌধুরীর বোহেমিয়ান ঘোড়া শুধু চোখ নয়, মনও দখল করে। এটা শুধু আব্বাসের গল্প নয়, এটা সেইসব মানুষের গল্প যারা আটকে পড়ে ভাগ্য আর ভালোবাসার জটিল রোডম্যাপে। সিরিজটি একদম ‘ওয়াচওয়ার্দি’ মিস করলে রিগ্রেট করবেন!”

দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে অভিভূত এর নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভালো সাড়া পাচ্ছি সিরিজটি নিয়ে। তারা কাজটি পছন্দ করেছেন, নিজেদের মতামত জানাচ্ছেন। একটা কাজ তো সবার কাছে ভালো লাগতে পারে না। তবে বোহেমিয়ান ঘোড়া নিয়ে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে, আমি যে গল্পটা বলতে চেয়েছি দর্শকরা সেটা ধরতে পেরেছে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/89b6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন