English

31.4 C
Dhaka
মঙ্গলবার, মে ১৩, ২০২৫
- Advertisement -

‘সীতার’ জন্য প্রস্তুত কৃতি স্যানন

- Advertisements -

বলিউডের প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে একজন কৃতি স্যানন। নেনোক্কাদিন-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর একে একে উপহার দিয়ে যাচ্ছেন জনপ্রিয় সব সিনেমা।

মাস খানেকের মধ্যেই শুরু করতে যাচ্ছেন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’। প্রায় ৫০০ কোটি টাকা বাজেটের সিনেমাটির অন্যতম কেন্দ্রীয় ‘সীতা’ চরিত্রে দেখা মিলবে তার। এ চরিত্রের জন্য বেশ পরিশ্রম করে যাচ্ছেন নায়িকা৷ মন দিয়েছেন পড়াশোনাতেও।

সম্প্রতি বরুণ ধাওয়ানের বিপরীতে ‘ভেদিয়া’ নামক সিনেমার শুটিং শেষ করে অরুণাচল প্রদেশ থেকে মুম্বাই ফিরেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া তার এয়ারপোর্টের বেশ কিছু স্থিরচিত্রে দেখা যায় রামায়ণ সংশ্লিষ্ট একটি বই হাতে নিয়ে বেরিয়ে আসছেন তিনি।

পরবর্তীতে ‘আদিপুরুষ’ টিমের এক টুইট বার্তা থেকে জানা যায়, এ সিনেমার জন্য প্রচুর পড়াশোনা করছেন কৃতি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছেন। বেশ কিছু বই পড়ছেন কৃতি।

প্রসঙ্গত, সদ্যই ‘ভেদিয়া’- এর শুটিং শেষ করেছেন। হাতে আদিপুরুষসহ আরও বেশ কিছু সিনেমার শুটিংয়ের শিডউল রয়েছে তার৷

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন