English

28.6 C
Dhaka
শনিবার, আগস্ট ৯, ২০২৫
- Advertisement -

সুচিত্রা সেনকে কেন মহানায়িকা মানেন না লিলি চক্রবর্তী?

- Advertisements -

সুচিত্রা সেন। ভারতীয় চলচ্চিত্রের মহানায়িকা। তার এক ঝলক পাওয়ার জন্য সে সময় হন্যে হয়ে পড়ে থাকতেন ভক্তরা। তাকে ঘিরে তটস্থ থাকত গোটা সিনেমা ইন্ডাস্ট্রি। সিনেমা দুনিয়া ছেড়ে যখন অন্তরালে চলে গেলেন মহানায়িকা, তখনও তাকে ঘিরে রহস্য। এমনকি আজও সুচিত্রা ম্যাজিকে বুঁদ আপামর বাঙালি। কিন্তু সবার প্রিয় মহানায়িকা সুচিত্রাকে একেবারেই মহানায়িকা মানতে নারাজ বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। তার কাছে সুচিত্রা নন, বাংলা সিনেমা মহানায়িকা যদি কেউ হয়ে থাকেন, তাহলে তিনি হলেন সাবিত্রী চট্টোপাধ্যায়।

বরাবরই সুচিত্রা, সাবিত্রী ও সুপ্রিয়ার মধ্যে পর্দার লড়াই লেগেই থাকত। এমনকি, এই তিন নায়িকার মধ্যে কাকে উত্তমের পাশে ভালো মানায়, তা নিয়েও নানা তর্ক-বিতর্ক চলত। তবে এই লড়াইকে যেন ছাপিয়ে যান সুচিত্রা। এই তিন নায়িকার ঝুলিতে বক্স অফিসে প্রচুর হিট থাকলেও সুচিত্রার ম্যাজিকই ছিল যেন একটু বেশি প্রখর। অন্তত সেই সময়ের ফিল্মবোদ্ধারা তেমনই মনে করতেন। তবে লিলি চক্রবর্তীর কাছে বিষয়টা একেবারেই আলাদা।

সম্প্রতি আড্ডা স্টেশন ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে লিলি চক্রবর্তী জানান, মহানায়িকা বলতে গেলে সাবিত্রীদিকে বলা উচিত, চেহারা হয়তো নয়, কিন্তু অভিনয়ের দিক থেকে তিনিই মহানায়িকা।

তিনি বলেন, সাবিত্রী যেকোনো চরিত্রেই এত সাবলীল অভিনয় করতেন যে, যেটার ধারেকাছে সুচিত্রা সেন যেতে পারতেন না। তবে হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে সুচিত্রাকে সবাই খুবই পছন্দ করত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bxba
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন