English

26.2 C
Dhaka
শুক্রবার, আগস্ট ৮, ২০২৫
- Advertisement -

সুপারম্যান থেকে ইমিগ্রেশন অফিসার হচ্ছে ডিন কেইন

- Advertisements -

সুপারম্যান খ্যাত হলিউড অভিনেতা ডিন কেইন এবার বাস্তব জীবনে ‘নায়ক’ হতে যাচ্ছেন। তিনি ঘোষণা দিয়েছেন, মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইস)-তে যোগ দিচ্ছেন তিনি।

বর্তমানে তিনি একজন শপথ নেওয়া পুলিশ অফিসার এবং শিগগিরই অনারারি আইস অফিসার হিসেবে শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর ।

এক সাক্ষাৎকারে কেইন বলেন, আমি জনগণকে আইসে যোগ দিতে উৎসাহিত করার একটি ভিডিও প্রকাশ করি। তারপর বিষয়টি আলোচনায় এলে আইস-এর কয়েকজন কর্মকর্তার সঙ্গে আমার যোগাযোগ হয়। এখন আমি নিজেই এই সংস্থায় যোগ দিচ্ছি।

১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জনপ্রিয় টিভি সিরিজ লুইস এন্ড ক্লার্ক: দ্য নিউ অ্যাডভেঞ্চার অব সুপারম্যানে সুপারম্যানের ভূমিকায় অভিনয় করে খ্যাতি পান কেইন। এরপর বহু চলচ্চিত্র ও টিভি শোতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন তিনি।

আইস জানিয়েছে, ডিন কেইনের প্রচারণার ফলে সংস্থার নতুন ১০ হাজার জনবল নিয়োগ অভিযান আরও গতি পেয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন এক বিবৃতিতে বলেন, সুপারম্যান বাস্তব জীবনে নায়ক হওয়ার আহ্বান জানাচ্ছেন। আমরা চাই আমেরিকার সাহসী নাগরিকরা আইস-এ যোগ দিয়ে দেশ রক্ষা করুক।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে পুনরায় ক্ষমতায় এসে অভিবাসনবিরোধী অভিযান আরও জোরদার করেছেন। তার ঘোষণা অনুযায়ী, প্রতিবছর ১০ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পরিকল্পনা রয়েছে।

এ লক্ষ্যে আইস ইতোমধ্যে ৭৬ বিলিয়ন ডলার বাজেট বরাদ্দ পেয়েছে, যা সংস্থার পূর্বের বাজেটের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। বর্তমানে আইস-এর ২০ হাজার কর্মকর্তা থাকলেও নতুন নিয়োগের মাধ্যমে এই সংখ্যা ৩০ হাজারে উন্নীত করা হবে।

আইস-এর পোস্টার ক্যাম্পেইনও ব্যাপক সাড়া ফেলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন রিক্রুটমেন্ট পোস্টারের আদলে তৈরি এই বিজ্ঞাপনগুলোতে রয়েছে ‌‘আমেরিকা নিডস ইউ’ এবং ‘ডিফেন্ড দ্য হোমল্যান্ড’ লেখা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yirq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন