তবে সুস্থ হয়ে আবারও মঞ্চে ফিরেছেন এ বিশ্বনন্দিত পপতারকা। সুস্থ হয়েই মঞ্চে তুফান আনলেন শাকিরা। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পারফর্ম করেন নিজের দেশ কলম্বিয়ার বোগোতাতে। বোগোতাতে এদিন মঞ্চে চেনা রূপে হাজির হন কলম্বিয়ার গায়িকা।
নাচে-গানে রীতিমতো ঝড় তোলেন। জানা গেছে, নিজের এ মিউজিক্যাল ট্যুরে পেরু হয়ে কলম্বিয়ায় এসেছেন শাকিরা। আজ রাতে পারফরম্যান্সের মধ্য দিয়ে শেষ হবে কলম্বিয়া পর্ব। এরপর চিলি, আর্জেন্টিনায় পারফর্ম করবেন।
আগামী ৩০ জুন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে পারফর্মের মধ্য দিয়ে শেষ হবে ট্যুর। এর আগে, ১৫ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হতে হয় শাকিরাকে। নিজের অসুস্থতার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন শাকিরা। তিনি জানান, পেট ব্যথার জন্য ইমারজেন্সিতে ভর্তি করা হয় তাকে। ডাক্তাররা তাকে পারফরম করতেও নিষেধ করে দেয়। ফলে তিনি স্টেজে উঠে পারফর্ম করতে পারবেন না। এজন্য ভক্ত-শ্রোতাদের কাছে ক্ষমাও চান শাকিরা। তবে দ্রুতই মঞ্চে ফেরার প্রতিশ্রুতিও দেন গায়িকা। কথাও রেখেছেন শাকিরা। অবশেষে নিজের অসমাপ্ত ট্যুর সম্পন্ন করতে মঞ্চে ফিরলেন তিনি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/yp9t
