কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তার মুখে অস্ত্রোপচারও করা হয়। অস্ত্রোপচারের পর কয়েক দিন বিশ্রামে থাকার পর এখন আবার কাজে ফিরেছেন তিনি।
মঙ্গলবার থেকে নতুন একটি শুটিংয়ে অংশ নিয়েছেন স্পর্শিয়া। জানা গেছে, তিনি একটি নতুন ওয়েব সিরিজের শুটিং করছেন। তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনই এ প্রজেক্ট নিয়ে কথা বলা নিষেধ করা হয়েছে।
স্পর্শিয়া অসুস্থ থাকায় ওয়েব সিরিজটির শুটিং এত দিন বন্ধ ছিল। সুস্থ হয়ে ওঠার পরই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।
অভিনেত্রী বলেন, ‘এমনিতেই আমি কম কাজ করি। তাই বুঝেশুনে স্ক্রিপ্ট বাছাই করি। এই কাজটির গল্প ও প্রোডাকশন টিম সবদিক থেকেই ঠিকঠাক মনে হয়েছে, তাই কাজটা করছি। কিছুদিনের মধ্যেই ঘোষণা আসবে। তার আগ পর্যন্ত ধৈর্য ধরতে হবে।’
২০১১ সালে একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন অর্চিতা স্পর্শিয়া। ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ শিরোনামের সেই বিজ্ঞাপনেই তিনি দর্শকের নজর কাড়েন। এরপর থেকে নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তিনি।
শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঠবিড়ালী’ এবং তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন স্পর্শিয়া। পাশাপাশি অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও তার অভিষেক ঘটেছে।
