English

31.9 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
- Advertisement -

সেটে আহত হৃতিক, বন্ধ ‘ওয়ার- ২’ এর শুটিং

- Advertisements -

নাসিম রুমি: শুটিং সেটে আহত হয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। দক্ষিণি অভিনেতা জুনিয়র এনটিআর-এর সঙ্গে আসন্ন সিনেমা ‘‘ওয়ার ২’’-এর শুটিং চলছিল তার।

অ্যাকশন ঘরানার এই সিনেমার জন্য ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষায়। চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা এটি। তবে হৃতিকের দুর্ঘটনার খবরে চিন্তিত ভক্তরাও। অনুশীলনের সময় সেটেই আহত হন তিনি।

জানা যায়, হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর সিনেমার একটি গানের শুটিং করছিলেন। সেই সময় হৃতিকের পায়ে চোট লাগে। ফলে সমস্যা যাতে আর না বাড়ে তাই ডাক্তার তাকে ৪ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তবে এখনও পর্যন্ত সিনেমাটি মুক্তির তারিখ পরিবর্তনের কোনো ঘোষণা আসেনি।

১০ মার্চ জুনিয়র এনটিআরের সঙ্গে গানটির মহড়ার সময় হৃতিকের পায়ে গুরুতর আঘাত লাগে। তাই তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ইতোমধ্যেই সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু করেছে।

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘‘ওয়ার ২’’ আদিত্য চোপড়ার ‘‘যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স’’-এর একটি অংশ। একঝাঁক তারকাখচিত এই সিনেমাটি একেবারে অন্য ভাবে জায়গা করে নেবে দর্শকের মনে। হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর ছাড়াও এই সিনেমাতে দেখা যাবে কিয়ারা আদভানিকেও। হৃতিককে মেজর কবীর ধালিওয়ালের ভূমিকায় পুনরায় অভিনয় করতে দেখা যাবে। অন্য দিকে জুনিয়র এনটিআরও এই সিনেমার হাত ধরে বলিউডে পা রাখছেন। সিনেমাটি ২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ‘‘ওয়ার’’-এর সিক্যুয়েল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4jbp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন