English

26.4 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫
- Advertisement -

সেলফি বিতর্ক: জয়ার রোষে কঙ্গনার তোপ

- Advertisements -

নাসিম রুমি: দিল্লির কনস্টিটিউশন ক্লাবের সামনে মঙ্গলবার অনুমতি না নিয়ে জয়া বচ্চনের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন এক ব্যক্তি। পরে বলিউড অভিনেত্রী ও রাজ্যসভার সদস্যর সঙ্গে চাঞ্চল্যকর এক কাণ্ড ঘটে, যা নিয়ে বিতর্ক চড়েছে। জয়ার রাগকে কঙ্গনা রানাওয়াত ‘মুরগীর’ সঙ্গে তুলনা করে সমালোচনা করেছেন।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, জয়া বিরক্ত স্বরে বলেন, ‘কি করছেন আপনি? এটা কী?’ এবং হাত দিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা দেন। ওই ভিডিও কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হয়ে শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া।

কেউ কেউ জয়ার এই পদক্ষেপকে ব্যক্তিগত গোপনীয়তার স্বপক্ষে দৃঢ় অবস্থান বলে ব্যাখ্যা করেছেন। অনেকে আবার মনে করছেন একজন জননেত্রী ও বর্ষীয়ান অভিনেত্রী হিসেবে তার আরও সংযত ও ভদ্র আচরণ করা উচিত ছিল। অতীতে জনসমক্ষে ছবি তোলার বিষয়ে জয়ার অসন্তোষের ঘটনা বহুবার সংবাদ শিরোনামে এসেছে।

এই ঘটনার সময় শিবসেনা (উদ্ধব) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী সেখানে উপস্থিত থাকলেও তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ঘটনার মাত্রা আরও বাড়িয়ে দেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত।

তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘সবচেয়ে আদুরে এবং সুবিধাপ্রাপ্ত নারী। শুধু অমিতাভ বচ্চনের স্ত্রী বলেই মানুষ তার এইসব আচরণ সহ্য করে। তার মাথার সমাজবাদী টুপি দেখতে মোরগের ঝুঁটির মতো, আর তিনি নিজেই মোরগের মতো আচরণ করছেন! লজ্জাজনক।’

কঙ্গনার এই মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দেয়। অনেকে তার বক্তব্যকে সাহসী বলেছেন, আবার অনেকে মনে করছেন এটি ব্যক্তিগত আক্রমণের শামিল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q6xn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন