English

25.9 C
Dhaka
সোমবার, আগস্ট ২৫, ২০২৫
- Advertisement -

সোশাল মিডিয়া নিয়ে বিপাকে শ্রদ্ধা কাপুর

- Advertisements -

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রিমিয়াম ও ভেরিফায়েড প্রোফাইল থাকা সত্ত্বেও তার অ্যাকাউন্টকে ‘ফেক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে তা অন্যদের জন্য অদৃশ্য হয়ে যায় এবং তিনি কোনো পেশাগত আপডেট শেয়ার করতে পারছেন না। সামাজিক মাধ্যমে এমনটিই জানিয়েছেন অভিনেত্রী। তবে তিনি এ জটিলতায় পড়লেও নিরুৎসাহিত নন; বরং অভিনেত্রী যত দ্রুত সম্ভব তার ব্যবসায়িক যাত্রা ও অভিজ্ঞতা শেয়ার করতে আগ্রহী বলে জানান।

সম্প্রতি অদ্ভুত এক ডিজিটাল বিপাকে অভিনেত্রী শ্রদ্ধা। হঠাৎ করেই তার ভেরিফায়েড লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। এরপরেই তিনি প্রকাশ্যে সহযোগিতার আবেদন জানান। গতকাল শনিবার (২৩ আগস্ট) রাতে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি তুলে ধরেন শ্রদ্ধা কাপুর।

সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয় লিঙ্কডইন, আমি আমার নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি না। কারণ আপনাদের মতে এটি নকল। কেউ কি আমাকে সাহায্য করতে পারেন? তিনি বলেন, অ্যাকাউন্টটি প্রিমিয়াম, ভেরিফায়েড এবং সেটআপ করা, তবু কেউ দেখতে পাচ্ছে না কেন?

শ্রদ্ধা কাপুর বলেন, আমি আমার উদ্যোক্তা যাত্রা শেয়ার করা শুরু করতে চাই, কিন্তু অ্যাকাউন্ট চালু করাটাই এখন আলাদা এক যাত্রা হয়ে গেছে।

ধারণা করা হচ্ছে, লিঙ্কডইনের ভেরিফিকেশন কিংবা মডারেশন সিস্টেমের কোনো ত্রুটির কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে। আর উদ্যোক্তাসংক্রান্ত কার্যক্রম শেয়ার করার উদ্দেশ্যে তৈরি ভেরিফায়েড অ্যাকাউন্টটি ভুলবশত ফ্ল্যাগ হয়ে ব্লক হয়ে যেতে পারে। তবে এ আবেদনে এখন পর্যন্ত লিঙ্কডইনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কিংবা ব্যাখ্যা কোনোটিই পাননি অভিনেত্রী।

এদিকে শ্রদ্ধার হাস্যরসাত্মক ভঙ্গির আবেদন ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। তারা সামাজিক মাধ্যমে সমর্থন জানাচ্ছেন এবং অভিনেত্রীর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন।

উল্লেখ্য, বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর। তিনি ২০১০ সালে টিনপাট্টি চলচ্চিত্রে একটি সংক্ষিপ্ত ভূমিকায় প্রথম অভিনয় করেছিলেন। এরপর ২০১১ সালে লাভ কা দ্য ইন্ড সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/58r4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন