প্রায়ই নিজের প্রোফাইল থেকে নিজের নিত্য নতুন ছবি ভিডিও শেয়ার করতে দেখা যায় কুসুমকে, যা মুগ্ধ করে নেটিজেনদের। সম্প্রতি নিজের শাড়ি পরা ছবি ও ওয়েষ্টার্ন লুকের ছবি একসঙ্গে প্রকাশ করেন কুসুম। একই সময় দুই ভিন্ন লুকে বরাবরের মতোই নজর কেড়েছেন এ অভিনেত্রী। নতুন ছবিগুলোতে লাল শাড়ি পরা লুকে বাঙালি মেয়ের অবতারে দেখা দিয়েছেন কুসুম। কানে দুল, খোঁপায় ফুল, গলায় মালা।
আবার সাদা ব্লেজার-শার্টে লাস্যময়ী হয়েও ধরা দিয়েছেন ওয়েষ্টার্ন লুকে। কুসুমের খোলা চুল, চোখে কাজল আর মিষ্টি হাসি যেন নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে। মন্তব্যের ঘরেও নেটিজেনরা অভিনেত্রীর প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘বলতে চেয়েও বলতে পারিনা, ভাষা হারিয়ে ফেলি। কিভাবে সম্ভব?’ কারো মন্তব্য ‘এতো সুন্দরী কেমনে হয়?’ কেউ বা প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, ‘কুসুমকে শাড়িতে না থ্রি ফিসে বেশি সুন্দর লাগে?’ শোবিজের জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার কেবল ছোটপর্দায় নয় বড়পর্দাতেও পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সম্প্রতি ‘শরতের জবা’ শিরোনামের একটি সিনেমা পরিচালনা ও প্রযোজনায় পেয়েছেন নতুন পরিচয়। কেবল অভিনয় নয় ৪০ বছর বয়সী এই অভিনেত্রী খাবার ও রূপচর্চায়ও বেশ সচেতন। জানা যায়, দীর্ঘ ২৫ বছর ধরে দৈনন্দিন জীবনে নাকি কড়া নিয়ম মেনে চলছেন তিনি। এজন্যই কুসুম আজও হিট এন্ড ফিট।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/cwyr