English

33.2 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
- Advertisement -

সৌরভের নায়িকা হচ্ছেন বাংলাদেশের রেহনুমা

- Advertisements -

কলকাতার জনপ্রিয় অভিনেতা মন্টু পাইলট খ্যাত সৌরভ দাসের নায়িকা হচ্ছেন বাংলাদেশের সংবাদ উপস্থাপক ও অভিনেত্রী রেহনুমা মোস্তফা। এর আগে তিনি টিভি ক্যামেরার সামনে দাঁড়ালেও এবারই প্রথম বড় পর্দায় আসছেন। সেটা আবার কলকাতার অভিনেতার সঙ্গে।

এ দুজনের প্রথম সিনেমার নাম হচ্ছে ‘কুপ’। শনিবার (৪ মার্চ) নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। এ প্রসঙ্গে অভিনেত্রী রেহনুমা জানিয়েছেন, দ্রুতই শুরু হবে সিনেমার কাজ।

দুই তরুণ নির্মাতা জাকির হোসাইন সীমান্ত এবং সাইফুল ইসলাম অনিক ভিন্ন ধরনের এক সিনেমার গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন ‘কুপ’ নামের সিনেমা নিয়ে।

কি থাকছে নতুন এই সিনেমায়, কারা অভিনয় করছেন? জানতে চাইলে নির্মাতা জাকির হোসাইন সীমান্ত বলেন, গো ডট রান ইন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে আমাদের নতুন সিনেমা ‘কুপ’ । সত্য ঘটনা দিয়ে অনুপ্রাণিত একটি মনোমুগ্ধকর যাত্রায় দর্শকদের নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি থাকছে আমাদের। এরই মধ্যে কিছু অংশের কাজ শেষ হয়েছে।
‘কুপ’ সিনেমায় দুই বাংলার শিল্পীরা অভিনয় করছেন। এর মধ্যে বিশেষ করে কলকাতার মন্টু পাইলট খ্যাত সৌরভ দাস, বাংলাদেশের রেহনুমা মোস্তফা, সাজিদ মোহাম্মদ, নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, আরমান পারভেজ মুরাদ, ইকবাল এবং উজ্জ্ব কবির হিমুসহ আরও অনেকে।

 

সিনেমাটির আরেক পরিচালক সাইফুল ইসলাম অনিক বলেন, আমাদের সিনেমার মূল আকর্ষণ চিত্রনাট্য। এর সংলাপ লিখেছেন বাংলাদেশের প্রতিভাবান তরুণ লেখক নাজিম-উদ-দৌলা, যিনি দক্ষতার সঙ্গে সাসপেন্স, রহস্য এবং চক্রান্তের গল্প একত্রিত করেছেন।

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান গো ডট রান এন্টারটেইনমেন্ট জানিয়েছেন আগামী অক্টোবরে ‘কুপ’ সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে। আর সিনেমার গানেও বিশেষ চমক থাকবে বলে জানান সিনেমার দুই নির্মাতা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2ivr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন