জানিনা কিভাবে যেন তিনি জানতে পারেন যে আমি তাকে পছন্দ করি। এরপর থেকে প্রতিদিন আমাদের বাড়িতে ফোন বেজে উঠত এবং আমি সেটা ধরার জন্য দৌড় দিতাম। তিনি ফোন করতেন এবং ‘আই জাস্ট কল টু সে আই লাভ ইউ’ গানটি শোনাতেন।”দিয়া বলেন, “গানটি শুনে আমি খুব খুশি হতাম এবং ভাবতাম সেও আমাকে ভালোবাসে।
কিন্তু স্কুলে তিনি কখনোই এ বিষয়ে কথা বলেননি। আমরা স্কুলে একে অপরের দিকে তাকাতাম এবং হাসতাম। যতক্ষণ না আমি জানতে পারি যে সে আমার সবচেয়ে কাছের বান্ধবীর সাথেও একই কাজ করছে!” এরপর শো’টির সঞ্চালক কিরণ তাকে জিজ্ঞেস করলেন, “হে ঈশ্বর! এই ঘটনায় কি আপনার হৃদয় ভেঙ্গেছে?” দিয়া উত্তরে বলেন, “না। আমি সরাসরি প্রিন্সিপালের অফিসে গিয়েছিলাম এবং আমরা দুজনেই তার বিরুদ্ধে অভিযোগ করেছি।”
২০০০ সালে ‘মিস ইন্ডিয়া এশিয়া প্যাসিফিক’ নির্বাচিত হওয়ার পর খ্যাতি অর্জন করেন দিয়া মির্জা।এরপর বলিউডে পা রাখেন এই লাস্যময়ী অভিনেত্রী। ‘রেহেনা হ্যায় তেরে দিল মে’ চলচ্চিত্রে মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন দিয়া। এরপর একে একে ‘দিওয়ানাপান’, ‘দম’, ‘লাগে রাহো মুন্না ভাই’র মতো জনপ্রিয় অনেক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। দিয়াকে সামনে দেখা যাবে রত্না পাঠক শাহ, ফাতিমা সানা শেখ এবং সানজানা সাঙ্ঘির সাথে ‘ধাক ধাক’ চলচ্চিত্রে। তরুণ দুদেজার পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছেন তাপসী পান্নু।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/0vhn