English

29.4 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
- Advertisement -

‘স্পিরিট’ পর এবার ‘কল্কি ২’,কেন একের পর এক সিনেমা থেকে বাদ পড়ছেন দীপিকা?

- Advertisements -

নাসিম রুমি: বেশ কিছু দিন ধরেই সংবাদের শিরোনামে হচ্ছেন বলিউড স্টার দীপিকা পাড়ুকোন। বিশেষত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘স্পিরিট’-এ অভিনয়ের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপের পর থেকে। এবার আরও একবার ফের চর্চায় দীপিকা। সন্দীপের ‘স্পিরিট’-এর পর অশ্বিনের ‘কল্কি ২’ থেকেও নাকি বাদ দেওয়া হচ্ছে তাকে।

শুটিংয়ের সময় নির্দিষ্ট করতে হবে; মা হওয়ার পর এমনটাই দাবি ছিল দীপিকার। একটি ইনস্টাগ্রাম পেজের রিপোর্ট অনুসারে, এই ঘটনার পর ‘কল্কি ২’-এর নির্মাতারাও ছবিতে তার অভিনয় কমানো বা বাদ দেওয়ার কথা ভাবছেন। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

জানা যায়, আট ঘণ্টার শিফট, অভিনেতা-অভিনেত্রীদের সমান বেতন এবং ছবির লভ্যাংশ দাবি করেছিলেন দীপিকা। যে দাবি একেবারেই না-পসন্দ ছিল পরিচালক ভাঙ্গার। সদ্য মা হওয়া দীপিকা তার কাজের সময় নির্দিষ্ট করে ব্যক্তিগত জীবনের সঙ্গে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন বলেও জানা গিয়েছিল।

বলিউড সূত্র বলছে, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সন্দীপের আগামী ছবি ‘স্পিরিট’-এর হাত ধরেই কামব্যাক করবেন দীপিকা। ছবির চিত্রনাট্যও নাকি পছন্দ হয়েছিল অভিনেত্রীর। কিন্তু সন্দীপের দাবি, পরবর্তীতে নাকি বেশ কিছু শর্ত চাপিয়ে ছিলেন অভিনেত্রী। যেমন- হিন্দি ছাড়া অন্য কোনো ভাষায় সংলাপ বলবেন না। পারিশ্রমিক ছাড়াও সিনেমার লভ্যাংশের ভাগ দিতে হবে তাকে। দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না। অভিনেত্রীর এ হেন শর্ত হইচই ফেলে দেয়। কেউ কেউ বিষয়টিকে নিছকই ‘ট্যানট্রাম’-এর তকমাও দিলেও, কারও আবার মনে হয়েছিল অভিনেত্রী একদম সঠিক কাজই করেছেন।

সন্দীপ এক্স-এ একটি পোস্টে লিখেছিলেন, ‘একজন অভিনেতার সঙ্গে কথা বলার সময়ে তার প্রতি ১০০ শতাংশ বিশ্বাস ও ভরসা রাখি। আমাদের মাঝে অব্যক্ত, অর্থাৎ নন- ডিসক্লোজার এগ্রিমেন্ট ছিল। এ সব ফাঁস করে আদতে চেনালে, কেমন মানুষ তুমি। তার উপর এক তরুণ অভিনেতাকে ছোট করেছ? এটাই কি তোমার ফেমিনিজম? পরিচালক হিসেবে বহু বছর ধরে পরিশ্রম করে আজ এই জায়গায় এসেছি। তুমি সেটা বুঝতে পারলে না। কোনোদিন বুঝবেও না। এক কাজ করো… পরের বার পুরো গল্পটা বলবে, কেমন? এর কারণ, আমার এখন কিছুই যায় আসে না…।’ তারপর হ্যাশট্যাগে ‘ডার্টি গেমস’ কথাটিরও উল্লেখ করেছিলেন সন্দীপ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/39dg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

ঢোল বাজানো শিখেছেন ম্রুণাল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন