English

26 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
- Advertisement -

স্বনামখ্যাত চিত্রপরিচালক এম এ মালেক-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

এ কে আজাদ: এম এ মালেক। কাহিনী-চিত্রনাট্যকার, গীতিকার ও চিত্রপরিচালক । সামাজিক গল্পনির্ভর চলচ্চিত্রের অন্যতম সফল নির্মাতা । পরিচালনা করে গেছেন ব্যবসাসফল ও জনপ্রিয় সব সুস্থ-বিনোদনমূলক চলচ্চিত্র ।
একজন ভালো চলচ্চিত্র নির্মাতা হিসেবে যেমন পরিচিতি ছিল তাঁর, তেমনি একজন ভালো মানুষ হিসেবে ছিলেন সমাদৃত ।

এই স্বনামখ্যাত চিত্রপরিচালক এম এ মালেক-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ । তিনি ২০২৪ সালের ২৮ নভেম্বর, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৭৬ বছর। প্রয়াত এই গুণি চিত্রপরিচালকের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

এম এ মালেক ১৯৪৮ সালের ৫ জুলাই, ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজ থেকে বিএ (অনার্স) সম্পন্ন করেছেন।

চলচ্চিত্র পরিচালক নিয়াজ ইকবালের সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন হয় এম এ মালেকের। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘পরদেশী’ মুক্তিপায় ১৯৮১ সালে।
এম এ মালেক আরও যেসব চলচ্চিত্র নির্মাণ করেন তারমধ্যে- ‘শাহী চোর’, ‘জোশ’, ‘হাসান তারেক’, ‘মহারানী’, ‘রাজমাতা’, ‘তুফান মেইল’, ‘তিন টেক্কা’, ‘লায়লা আমার লায়লা’, ‘আজাদ’, ‘ভিখারীর ছেলে’, ‘আন’, ‘দুর্নীতিবাজ’, ‘সন্ত্রাসী রাজা’, ‘হারামখোর’ ও ‘চক্রান্তের শিকার’ প্রভৃতি অন্যতম।

এম এ মালেক চলচ্চিত্রের কাহিনী-চিত্রনাট্যকার ও গীতিকারও ছিলেন। নিজের নির্মিত প্রায় সব ছবির কাহিনী-চিত্রনাট্য ও গীত তিনি নিজেই লিখতেন। এছাড়াও অন্যান্য পরিচালকদের চলচ্চিত্রেও কাজ করেছেন।
তিনি এ যেসব চলচ্চিত্রে কাহিনী-চিত্রনাট্য ও গীত রচনা করেছেন তারমধ্যে উল্লেখযোগ্য- জোশ (চিত্রনাট্য-গীতরচনা), হাসান তারেক (সংলাপ-গীতরচনা), মহারানী (চিত্রনাট্য-সংলাপ-গীতরচনা), রাজমাতা (গীত রচনা), তুফান মেইল (চিত্রনাট্য-সংলাপ-গীতরচনা), তিন টেক্কা (কাহিনী-গীত রচনা), শাহী চোর (গীত রচনা), আন (গীত রচনা), দুর্নীতিবাজ (কাহিনী-চিত্রনাট্য-গীতরচনা), লায়লা আমার লায়লা (কাহিনী-চিত্রনাট্য-গীতরচনা), চক্রান্তের শিকার (কাহিনী-চিত্রনাট্য-গীত রচনা), ডিসকো বাইদানী (গীত রচনা), নাজমা (গীত রচনা), মা-বাপ (গীত রচনা), শীষনাগ (গীত রচনা), চাঁদ সওদাগর (গীত রচনা), আজাদ (কাহিনী-চিত্রনাট্য-গীত রচনা), সন্ত্রাসী রাজা (গীত রচনা), হারামখোর (গীত রচনা), ঘরের বউ (গীত রচনা), প্রেম সোহাগী (গীত রচনা), দাঙ্গা ফ্যাসাদ (গীত রচনা), জুলুমের বদলা (গীত রচনা) প্রভৃতি ।

একজন প্রতিভাবান গুনী মানুষ ছিলেন চিত্রপরিচালক এম এ মালেক। তিনি তার কর্মের মধ্যদিয়ে অম্লান হয়ে থাকবেন আমাদের মাঝে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gnc1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন