English

26.9 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
- Advertisement -

স্বামীর ফোনে হাত দেননা ক্যাটরিনা

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা জুটির মধ্যে অন্যতম ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। প্রেম করে ২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেন দুজন। এ পাওয়ার কাপল বিয়ের পরও নিজেদের প্রতি ভালোবাসা ও সম্মান বজায় রেখেছেন। সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।

অন্যান্য তারকা দম্পতির মতো বিচ্ছেদ কিংবা মনোমালিন্য, এমন কোনো আঁচড় তাদের সম্পর্কে লাগতে দেখা যায়নি। বরং একে অন্যকে সম্মানের সঙ্গেই সাপোর্ট করে যাচ্ছেন বাস্তব জীবনে এবং কর্মজীবনে। যেকোনো সম্পর্কে বিশ্বাস থাকাটা যেমন জরুরি, তেমনি সঙ্গীর প্রতি সম্মান থাকাটাও জরুরি। যার প্রকৃত উদাহরণ মেলে এই জুটির সম্পর্কে।

দাম্পত্য জীবনে তিন বছর পার করে ফেলেছেন ভিকি-ক্যাটরিনা। কিন্তু কখনো দুজনের দাম্পত্য জীবন সংবাদের শিরোনামে আসতে দেখা যায়নি। যেখানে দুজনেই শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ। তবু তাদের সম্পর্কের মজবুত ভিত আসলে কী? ক্যাটরিনার মতে, সেটা হচ্ছে ব্যক্তিগত জায়গাটাকে সম্মান করা।

কেউ কারো ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েন না তারা। ব্যক্তিগত পরিসরকে সম্মান করা কতটা জরুরি, সে কথাই জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি অভিনেতা আরবাজ খানের সঙ্গে একটি পডকাস্টের কথোপকথনে ক্যাটরিনা বলেছেন, ‘আমি কখনো বিনা অনুমতিতে কারো ফোনে হাত দিই না। যদি ছবি তোলার জন্য ফোন ব্যবহারও করতে হয়, তাহলেও তার ছবির জায়গাটি আমি স্ক্রল করি না। আমি মনে করি, প্রত্যেকের ব্যক্তিগত কিছু জায়গা থাকে, আর তাকে সম্মান করা উচিত।’

ভিকি কৌশলও স্ত্রীকে গুরুত্ব দেন। নিজের কাজ সম্পর্কে ক্যাটরিনার মতামত নেন। সেই মতামতকে সম্মানও জানান ভিকি। অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘ক্যাটরিনা আমার সব কাজ খুব খুঁটিয়ে দেখে। দর্শক হিসেবে ফিডব্যাক দেয়। আমিও ক্যাটরিনার কাছে অভিনয় সম্পর্কিত নানা বিষয় জেনে নিই।’ ভিকি স্পষ্ট জানিয়েছেন, ক্যাটরিনা একেবারে নিরপেক্ষ অবস্থান থেকে রিভিউ দেন। তাই ক্যাটরিনার সঙ্গে পরামর্শ করলে অনেক উপকার পান তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r2qf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন