নাসিম রুমি: বিয়ের পর পারস্পরিক বোঝাপড়া ও স্বামী-স্ত্রীর দায়িত্ব ভাগাভাগি নিয়ে মন্তব্য করে ফের বিতর্কের মুখে পড়লেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন এবং বর্তমান প্রজন্মের দাম্পত্য সম্পর্ক নিয়ে মুখ খুলেন তিনি।
সাক্ষাৎকারে সুনীল বলেন, ‘বর্তমান প্রজন্মের মধ্যে ধৈর্যের অভাব রয়েছে। বিয়ের কিছুদিন পরই আপোসের জায়গা তৈরি হওয়া দরকার, যেখানে একে অপরকে বোঝার চেষ্টা থাকবে। সন্তান এলে দায়িত্ব বেড়ে যায়। তখন স্ত্রীদের বোঝা উচিত, যদি স্বামী ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে সন্তান সামলানো আমার দায়িত্ব।’
তিনি আরও যোগ করেন, ‘স্বামীদের অবশ্যই সন্তানের দায়িত্বে অংশীদার হতে হবে। তবে বর্তমানে সমাজে এত চাপ চলে এসেছে যে সবাই সব বিষয়ে মতামত দিতে চায়। ভার্চুয়াল দুনিয়া শেখাচ্ছে কীভাবে বাবা-মা হতে হবে, কী খেতে হবে, কী করতে হবে! কিন্তু আমি মনে করি, অভিজ্ঞতাই সবচেয়ে বড় শিক্ষক। মা, দিদা, বোন বা বউদিদের থেকে পরামর্শ নিলেই যথেষ্ট।’
সাক্ষাৎকারে সুনীলের এই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন— তাহলে কি সংসার টিকিয়ে রাখার দায় শুধু নারীদের?
এর আগে মেয়ের মা হওয়া নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান অভিনেতা। মেয়ের স্বাভাবিক প্রজনন পদ্ধতি বেছে নেওয়াকে প্রশংসা করে বলেন, ‘বর্তমান সময়ে বেশিরভাগ মায়েরা সিজার পদ্ধতি বেছে নেন স্বস্তির জন্য। কিন্তু আথিয়া তা করেনি।’ এই মন্তব্যের পরও নানা মহল থেকে তাকে কটাক্ষের শিকার হতে হয়। পরে বিতর্কের জেরে ক্ষমাও চান তিনি।
সুনীলের ধারাবাহিক এই মন্তব্য নিয়ে ফের শুরু হয়েছে লিঙ্গ বৈষম্য ঘিরে আলোচনা। যা নিয়ে যেন বেশ বিপাকেই পড়েছেন অভিনেতা।