English

25.1 C
Dhaka
বুধবার, জুলাই ৯, ২০২৫
- Advertisement -

স্যামুয়েল, রবার্ট ডাউনিকে টপকে এবার বিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনয়শিল্পী তিনি

- Advertisements -

বিশ্বব্যাপী ব্যাপক সাফল্যের পর ‘জুরাসিক ওয়ার্ল্ড : রিবার্থ’ সিনেমাটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৮ বিলিয়ন ডলারে। এর মাধ্যমে এবার বিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হিসেবে ইতিহাস গড়লেন হলিউড তারকা স্কারলেট জোহানসন।

শুধু তা-ই নয়, মার্ভেল অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন এবং রবার্ট ডাউনি জুনিয়রকেও ছাড়িয়ে গেছেন ‘ফ্লাই মি টু দ্য মুন’ খ্যাত এ তারকা। স্যামুয়েল ও ডাউনি জুনিয়র যেখানে ৭১ ও ৪৫টি সিনেমায় অভিনয় করে এ অবস্থানে এসেছিলেন, সেখানে মাত্র ৩৬টি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে প্রথম অবস্থানে জায়গা করে নেন ৪০ বছর বয়সী স্কারলেট।

সেখানে স্যামুয়েল ও ডাউনি জুনিয়র রয়েছেন যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে।

স্কারলেটের আয়ের বড় অংশই এসেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে, বিশেষ করে ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের চারটি ছবি ও ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’ থেকে। এই ছবিগুলো থেকেই তার আয় হয়েছে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলারের বেশি।

প্রসঙ্গত, জুরাসিক ফ্র্যাঞ্চাইজির ‘জুরাসিক ওয়ার্ল্ড : রিবার্থ’ সিনেমায় স্কারলেটকে দেখা গেছে জোরা বেনেট চরিত্রে।

যিনি একজন সাবেক সামরিক কর্মকর্তা। ডাইনোসরে ভরা এক দ্বীপে বিপজ্জনক অভিযানে পাঠানো হয় তাকে। মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৩১৮ মিলিয়ন ডলার। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে আয় হিসেবে এটি দ্বিতীয়।
প্রথম স্থানে আছে চীনের অ্যানিমেটেড সিকুয়েল ‘নে ঝা ২’।
উল্লেখ্য, স্কারলেটের অন্যান্য উল্লেখযোগ্য হিট সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘দ্য জাঙ্গল বুক’। এটি আয় করে ৯৫১ মিলিয়ন ডলার। এরপর আছে ‘সিং’। এই সিনেমাটি আয় করে করে ৬৩১ মিলিয়ন ডলার এবং ‘লুসি’ যা আয় করে ৪৫৭ মিলিয়ন ডলার।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/bycm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন