বিশ্বব্যাপী ব্যাপক সাফল্যের পর ‘জুরাসিক ওয়ার্ল্ড : রিবার্থ’ সিনেমাটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৮ বিলিয়ন ডলারে। এর মাধ্যমে এবার বিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হিসেবে ইতিহাস গড়লেন হলিউড তারকা স্কারলেট জোহানসন।
শুধু তা-ই নয়, মার্ভেল অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন এবং রবার্ট ডাউনি জুনিয়রকেও ছাড়িয়ে গেছেন ‘ফ্লাই মি টু দ্য মুন’ খ্যাত এ তারকা। স্যামুয়েল ও ডাউনি জুনিয়র যেখানে ৭১ ও ৪৫টি সিনেমায় অভিনয় করে এ অবস্থানে এসেছিলেন, সেখানে মাত্র ৩৬টি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে প্রথম অবস্থানে জায়গা করে নেন ৪০ বছর বয়সী স্কারলেট।
সেখানে স্যামুয়েল ও ডাউনি জুনিয়র রয়েছেন যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে।
স্কারলেটের আয়ের বড় অংশই এসেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে, বিশেষ করে ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের চারটি ছবি ও ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’ থেকে। এই ছবিগুলো থেকেই তার আয় হয়েছে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলারের বেশি।
প্রসঙ্গত, জুরাসিক ফ্র্যাঞ্চাইজির ‘জুরাসিক ওয়ার্ল্ড : রিবার্থ’ সিনেমায় স্কারলেটকে দেখা গেছে জোরা বেনেট চরিত্রে।