দুর্ঘটনার কবলে অভিনেতা রণবীর সিং। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রা সংলগ্ন এলাকায়। এই তথ্য জানা গেছে ভারতীয় স্থানীয় গণমাধ্যমের খবরে। বলা হয়, একটি মোটরবাইক হঠাৎই রণবীরের গাড়ির পিছনে এসে ধাক্কা মারে। তবে এই দুর্ঘটনায় অভিনেতা রণবীরের শরীরে কোনো চোট লাগেনি।
দেশটির স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রণবীর সিং সিনেমার ডাবিংয়ের কাজ শেষ করে তাঁর মার্সিডিজ বেঞ্জ গাড়িটি নিয়ে বাড়ি ফিরছিলেন। সে সময়ই এই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে নেমে কী ঘটেছে দেখতে যান অভিনেতা। তাঁর গাড়িটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তিনি খতিয়ে দেখছিলেন, সেসময় তাকে দেখে রাস্তায় ভিড় জমে যায়। পাপারাৎজির ক্যামেরাবন্দি হন রণবীর সিং। তবে অভিনেতা অবশ্য বেশিক্ষণ রাস্তায় না দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
রণবীর সিংকে দেখা যাবে কবীর খানের ‘৮৩’ ছবিতে। এই ছবিতে রণবীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন দীপিকা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/5fbv
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন