English

26 C
Dhaka
বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
- Advertisement -

হঠাৎ আবেগঘন পোস্টে এ কী লিখলেন কাজল

- Advertisements -

আসছে বলিউড অভিনেত্রী কাজলের নতুন ছবি। আর সেই ছবির শুটিং শেষে তিনি একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলেন। সেই সঙ্গে আবেগঘন পোস্টে সহকর্মীদের উদ্দেশ্যে লিখলেন। বিশেষ করে যিশু সেনগুপ্তের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিলেন এ অভিনেত্রী।

এদিন কাজল সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবিগুলো পোস্ট করেছেন, সেখানে প্রথম ছবিতে তাকে তার ছবির গোটা টিমের সঙ্গে দেখা গেছে। অভিনেত্রীর পরনে শার্ট ও কালো প্যান্ট। কেককাটা, তারপর একে অন্যকে সেই কেক খাইয়ে দিতেও দেখা যায় তাদের।

এসব ছবি পোস্ট করে কাজল লিখেছেন— অ্যান্ড, ইটস র্যাপ। আরও একটি প্রজেক্ট শেষ হলো। আরও একটি পরিবার বিয়োগ হবে। আরও একটি ম্যারাথন শেষ হলো। আমি এই মানুষগুলোর কাছে খুবই কৃতজ্ঞ। এত সুন্দর ও দুর্দান্ত অভিজ্ঞতা দেওয়ার জন্য যিশু সেনগুপ্ত, নিরঞ্জন, বানি আন্টি তোমাদের সবাইকে খুব মিস করলাম। তোমরাও কেককাটা মিস করলে। ছবিও। কিন্তু আমরা একে অন্যকে আরও বেশি মিস করব। আমাদের আবার জলদিই দেখা হবে।

কাজলের এই ছবি শেয়ার করতেই অনেকেই অনেক মন্তব্য করেছেন। তার এক ভক্ত-অনুরাগী জানিয়েছেন— আপনার নতুন ছবি, নতুন কাজ আসছে জেনে তারা দারুণ খুশি। যদিও কোথায় শুটিং হয়েছে, কোন প্রজেক্টের জন্য শুটিং হয়েছে, সেসব মোটেই জানাননি অভিনেত্রী তার পোস্টে।

উল্লেখ্য, কাজল অভিনীত করণ অর্জুন ছবিটি কিছু দিন আগেই আবার বড়পর্দায় পুনরায় মুক্তি পেয়েছে। সেই ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ছবিটিতে তার সঙ্গে ছিলেন শাহরুখ খান, সালমান খান, ওমরেশ পুরী, মমতা কুলকার্নি প্রমুখ। দুই ভাইকে ঘিরে আবর্তিত হয়েছিল এই ছবির গল্প, যারা পুনর্জন্ম লাভ করেছিলেন।

সম্প্রতি কাজলকে শেষবার দো পাত্তি সিরিজে দেখা গিয়েছিল। সেখানে তার সঙ্গে ছিলেন কৃতি শ্যানন ও শাহির। এই সিরিজটির প্রযোজনা করেছেন কৃতি। আগামীতে কাজলকে মহারাগনি: কুইন্স অব কুইন্সে দেখা যাবে। এটি একটি থ্রিলার। পরিচালনা করেছেন চরণ তেজ উপ্পালাপতি। সেখানে তার সঙ্গে প্রভু দেবা, নাসিরউদ্দিন শাহ, যিশু সেনগুপ্ত থাকবেন। এ ছাড়া থাকবেন আদিত্য শীল, প্রমোদ পাঠক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/im9i
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন