গত ২০ নভেম্বর গুজরাতের মুফতি আনাস সাঈদের সঙ্গে নিকাহ সারেন প্রাক্তন বলিউডের অভিনেত্রী সানা খান। তার বিয়ের খবরে চমকে যান সানার অনুরাগীদের প্রায় সকলেই। বিয়েটা চুপিসারে সারলেও পরে আনাস সাঈদের সঙ্গে তার বিয়ের বেশকিছু ছবি শেয়ার করেন সানা। শুধু বিয়ের দিনের ছবি নয়, মেহেন্দি অনুষ্ঠানের ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি।
তবে সকলকে অবাক করে, বিয়ের শেহরা মাথায় লেন্সবন্দি হলেন সানা। প্রাক্তন অভিনেত্রীর এমন ছবি দেখে সকলেরই প্রশ্ন ফের কেন বিয়ের সাজে? সানার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, গোলাপ ও জুঁই ফুলের তৈরি শেহরা মাথায় দিয়ে সেজেছেন তিনি। তবে হঠাৎ কেন এমন সাজ? এর উত্তরটাও নিজে দিয়েছেন সানা। তিনি লিখেছেন, আমি আমার বিয়ের অনুষ্ঠানে সব সময়ের জন্য এমন সাজে সাজতে চেয়েছিলাম।
তবে আমি আমার বিয়ের দিন এই জিনিসটা অর্ডার করতেই ভুলে গিয়েছিলাম।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/vyj5
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন