রাশিয়ায় গাড়ি চালাচ্ছিলেন প্রাক্তন মিস ইউনিভার্স (২০১৭) সেনিয়া অ্যালেক্সান্ড্রোভা ও তার স্বামী টেভর ওবলাস্ট, তখনই একটি হরিণের সঙ্গে ধাক্কা লাগার কারণে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গাড়ির চালক ছিলেন তার স্বামী, আর সেনিয়া বসেছিলেন সামনের আসনে। হঠাৎ হরিণের সঙ্গে ধাক্কা লেগে তারা নিয়ন্ত্রণ হারান এবং গাড়ি উল্টে যায়।
বিধ্বস্ত গাড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় সেনিয়াকে। টেভর ওবলাস্ট সংবাদমাধ্যমকে জানান, “মুহূর্তের মধ্যে সব কিছু বদলে গিয়েছিল। এক সেকেন্ডের মধ্যেই সবকিছু ঘটে যায়। আমি আর কিছু করতে পারিনি। হরিণের পা গাড়ির কাচ ভেদ করে এসে সেনিয়ার মাথায় আঘাত করেছিল। সে অচেতন হয়ে পড়েছিল এবং তার মাথা ভীষণভাবে ফেটে গিয়েছিল।”
সেনিয়াকে মস্কোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পরেও তার অবস্থা সংকটজনক ছিল। এক মাস পর, ১২ আগস্ট, মাত্র ৩০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এই তথ্য সম্প্রতি তার স্বামী প্রকাশ করেছেন। টেভর ওবলাস্ট নিজেও আহত ছিলেন।