English

26.6 C
Dhaka
বুধবার, আগস্ট ৬, ২০২৫
- Advertisement -

হাঁটুর বয়সী শ্রুতির সঙ্গে রোমান্স করবেন বালাকৃষ্ণা

- Advertisements -

দক্ষিণী সিনেমার বরেণ‌্য অভিনেতা বালাকৃষ্ণা। তাকে নিয়ে পরিচালক গোপিচাঁদ মালিনেনি নির্মাণ করছেন ‘এনবিকে১০৭’ শিরোনামে সিনেমা। এতে ৬১ বছর বয়েসী বালাকৃষ্ণার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে ৩৫ বছর বয়েসী শ্রুতি হাসানকে।
গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির গল্পে বালাকৃষ্ণের প্রেমে পড়বেন শ্রুতি হাসান। দীপাবলী উপলক্ষে সিনেমাটিতে শ্রুতি হাসানের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন পরিচালক গোপিচাঁদ। এই নির্মাতার সঙ্গে বালাকৃষ্ণা ও শ্রুতি হাসানের এটিই প্রথম কাজ।
পুরোপুরি বাণিজ‌্যিক ঘরানার এ সিনেমার চিত্রনাট‌্য রচিত হয়েছে বাস্তব ঘটনা অবলম্বনে। শক্তিশালী একটি গল্পের জন‌্য অনেক গবেষণা করেছেন পরিচালক। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এস থম‌্যান।
শ্রুতি হাসান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাবাম’। পলিটিক্যাল-থ্রিলার ঘরানার এই সিনেমায় আরো অভিনয় করেছেন বিজয় সেতুপাতি, জগপতি বাবু প্রমুখ। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। এছাড়া প্রভাসের সঙ্গে ‘সালার’ সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করছেন ‘কেজিএফ’খ্যাত প্রশান্ত নীল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/90uk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন