নাসিম রুমি: তামিল অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমেরু নতুন জীবনের সূচনা করেছেন। গত ১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়া নবদম্পতি মধুচন্দ্রিমায় পাড়ি দিয়েছেন।
হানিমুনের জন্য তারা পর্তুগাল গিয়েছেন। সামান্থা ইনস্টাগ্রামে তাদের মধুচন্দ্রিমার বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেছেন।
সেই ছবিতে দেখা যাচ্ছে, দু’জনে ‘লেডি অফ দ্য রোজারি ব্যাসিলিকা’র সামনে ঘুরে বেড়াচ্ছেন, আবার কোথাও কফির কাপ হাতে মুহূর্ত উপভোগ করছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ডিসেম্বর মাস যে ভাবে কাটে। ’
সামান্থা ২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় ধরে মানসিক যন্ত্রণা কাটিয়ে নতুন জীবনে পা রেখেছেন। হিন্দু রীতিনীতির মাধ্যমে নবদম্পতি তাদের বিবাহ সম্পন্ন করেছেন।
আয়োজনে ছিল মোটামুটি ছিমছাম পরিবেশ; অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন অতিথি।
