English

27.3 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

হালকা সাজে ভারী ছাপ, মেহজাবীনের ভেনিস ভ্রমণ লুক

- Advertisements -

ভেনিসের সুসজ্জিত জলপথ আর পাথরের বুকে ঘেরা ঐতিহ্যবাহী শহরটিতে যখন যাত্রা করেন মেহজাবীন চৌধুরী, তখন শুধু স্মৃতিই নয়, তৈরি হয় এক নতুন ফ্যাশন স্টেটমেন্ট। লাল রঙের ওয়ান শোল্ডার গাউনে স্নিগ্ধ ও সহজ মেকআপে তিনি যেমন নিজেকে প্রকাশ করেছেন, তেমনই দিয়েছেন একটা হালকা সাজে পরিপূর্ণ, কিন্তু দৃষ্টিনন্দন লুক যা একবার দেখলেই মনে গেঁথে যায়। ইউরোপ সফরে প্রেম ও আরাম যেন একসঙ্গে সাজানো মেহজাবীনের ভেনিস ভ্রমণের এই বিশেষ মুহূর্তগুলোতে। আর এই সহজ অথচ প্রভাবশালী লুকটি তার ব্যক্তিত্ব ও আভিজাত্যের নতুন পরিচয় বহন করে।

লাল মানেই যেন উৎসব, ভালোবাসা আর দৃশ্যপট জুড়ে এক চিরন্তন আকর্ষণ। আর এই লালের জাদুকরী রূপেই ধরা দিলেন মেহজাবীন চৌধুরী, ইউরোপ সফরের স্মৃতিমাখা কিছু মুহূর্তে। ইতালির ভেনিস শহরের অপূর্ব এক কোণে দাঁড়িয়ে তিনি যেন রাঙিয়ে তুললেন চারপাশকে। তার লুকে যেমন ছিল রাজকীয়তা, তেমনই ছিল সহজ-স্নিগ্ধ সৌন্দর্য।

এ বছরটা অভিনেত্রীর জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। কাজের পাশাপাশি ব্যক্তিজীবনে এসেছে মধুর পরিবর্তন, বিয়ে করেছেন নির্মাতা আদনান আল রাজীবকে। বিয়ের পর একসঙ্গে ঘুরে এসেছেন ইউরোপ, আর সেখান থেকেই ইনস্টাগ্রামে ধরা দিয়েছেন প্রেম, প্রকৃতি ও পোশাকের অপূর্ব এক মিলনে।

ভেনিসের বিখ্যাত লোকেশনকে তিনি তুলনা করেছেন ‘পানি আর পাথরে লেখা প্রেমপত্র’ এর সঙ্গে। সেই প্রেমপত্রেই যেন নিজের অনুপ্রেরণায় তুলে ধরেছেন এক চিরায়ত ফ্যাশন স্টেটমেন্ট। লাল ওয়ান শোল্ডার গাউনে মেহজাবীনকে দেখলে বোঝা যায়, কীভাবে একটি সাধারণ পোশাকও হয়ে উঠতে পারে অপার স্টাইলের ভাষ্য।

লাল রঙের প্রতি নারীদের দুর্বলতা নতুন কিছু নয়। তবে মেহজাবীনের এই গাউনটি ছিল একদম ক্লাসিক কাটের, যাতে ছিল না কোনো বাড়াবাড়ি ডিজাইন, বরং স্টাইল আর কমফোর্টের ভারসাম্য। ওয়ান শোল্ডার ডিজাইনটি দিয়েছে একটি রোমান্টিক অথচ শক্তিশালী উপস্থিতি।

এই গাউনের সঙ্গে তিনি বেছে নিয়েছেন একজোড়া স্ট্র্যাপ দেওয়া স্টিলেটো হিল। রঙে সাদৃশ্য না থাকলেও ডিজাইনের সাদৃশ্য ফ্যাশনে এক নতুন মাত্রা এনেছে।

অনেকেই মনে করেন লাল পোশাক মানেই ভারী মেকআপের প্রয়োজন, কিন্তু মেহজাবীনের লুক তার উল্টোটা প্রমাণ করল। হালকা বেস মেকআপ, ন্যুড লিপস আর চোখে হালকা কনট্যুর; সব মিলিয়ে পুরো লুকটা ছিল প্রশান্ত ও প্রাণবন্ত। কানে লাল ফুল গুঁজে দিয়েছেন তিনি, যেন প্রকৃতির সঙ্গে মিলিয়ে নেওয়া এক সাবলীল ছোঁয়া। একেবারেই ‘আন্ডারস্টেটেড’ অথচ মন ছুঁয়ে যাওয়া এই ফ্যাশন স্টাইল।

অগোছালোভাবে বাঁধা খোঁপা, যাকে বলা যায় ‘মেসি বান’ কিন্তু মেহজাবীনের লুকে সেটাও যেন ছিল নিয়ন্ত্রিত অগোছালো। এই খোঁপার মধ্যেই যেন লুকিয়ে ছিল এক রাজকীয় আবহ, যা পুরো লুককে দিয়েছে একটি স্টেটমেন্ট ফিনিশ।

ভেনিসে দাঁড়িয়ে লাল গাউনে মেহজাবীনের উপস্থিতি যেন শুধুই ফ্যাশনের প্রদর্শনী নয়, এটি ছিল তার জীবনের এক বিশেষ অধ্যায়ের গল্প বলার মাধ্যম। প্রতিটি ফ্রেম, প্রতিটি স্টাইল ও এক্সপ্রেশন ছিল ব্যক্তিত্বের প্রকাশ।

এই লুক থেকে অনুপ্রেরণা নিয়ে যেকোনো নারী নিজের ফ্যাশন জার্নিতে সংযোজন করতে পারেন এক টুকরো সাহস, একচিমটি ভালোবাসা আর রাজকীয় অভিজ্ঞান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hx1o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন