English

32 C
Dhaka
শুক্রবার, মে ৩, ২০২৪
- Advertisement -

হাসপাতাল থেকে বেরিয়েই মিঠুন বললেন ‘আমি রাক্ষস’

- Advertisements -

নাসিম রুমি: আজ সোমবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী। বেরিয়েই জানালেন, তিনি একেবারে সুস্থ রয়েছেন। কোনও সমস্যা নেই। সমস্যা একটাই কারণে, তা-ও জানালেন মিঠুন। সেই সঙ্গে বিজেপিকে নিয়েও দিলেন বার্তা। জানালেন, দলের উত্থানের সময় এসেছে। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিয়েও মুখ খুললেন।

Advertisements

হাসপাতালের বাইরে দাঁড়িয়ে মিঠুন বললেন, ‘কোনও সমস্যা নেই। সমস্যা খাওয়াতে। আমি গোগ্রাসে খাই।’ এর পর ডায়াবেটিস রোগীদেরও পরামর্শ দিয়েছেন তিনি। তার কথায়, ‘যাদের ডায়াবেটিস রয়েছে, ভাববেন না মিষ্টি না খেলে কিছু হবে না। খাওয়া নিয়ন্ত্রণ করুন।’

নিজের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার সমস্যা, বেশি খেয়েছি। আমি রাক্ষস। বকা খেলাম।’

Advertisements

তবে এখন তিনি পুরোপুরি সুস্থ, সে কথাও জানিয়েছেন। তিনি বলেন, ‘সুস্থ রয়েছি। আমার ৪২টি কেন্দ্র কে দেখবে?’ আগামী দিনেও বিজেপির সঙ্গেই যে থাকবেন, সে কথাও বলেন তিনি। তার কথায়, ‘বিজেপি করব। আমাদের রাজ্যের বাইরে অন্য রাজ্যে ডাকলে, তা-ও যাব। বিজেপির উত্থানের সময় এসেছে।’

মিঠুন হাসপাতালে থাকাকালীন ফোন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তার খোঁজ খবর নিয়েছিলেন। সেই প্রসঙ্গে বিজেপি সাংসদ মিঠুন বলেন, ‘দারুণ শ্রদ্ধা করি প্রধানমন্ত্রীকে।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন