English

27 C
Dhaka
শনিবার, নভেম্বর ১, ২০২৫
- Advertisement -

হাসান মাসুদের শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল

- Advertisements -

নাসিম রুমি: টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার রাতে হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি অনুভব করলে তাকে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, হাসান মাসুদকে অন্তত আরও এক সপ্তাহের বেশি সময় পর্যবেক্ষণে রাখা হবে। আপাতত তিনি বাসায় ফেরার মতো অবস্থায় নেই।

অভিনেতার স্ত্রী সানজিদা শিমুল গণমাধ্যমকে জানান, হাসান মাসুদের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, সেই অর্থে এটি স্ট্রোক নয়। বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। রক্তসহ কয়েকটি ক্ষেত্রে সামান্য জটিলতা পাওয়া গেছে, সেসবের চিকিৎসাই এখন চলছে।

তিনি আরও জানান, যে সমস্যাগুলো দেখা গেছে, সেগুলোর চিকিৎসা চলবে। পুরো বিষয়টি পর্যবেক্ষণে থাকবে ৭ থেকে ৮ দিন, এরপর বাসায় ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

একসময় পরপর জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন হাসান মাসুদ। কাজ করেছেন বড় পর্দাতেও। তবে গত কয়েক বছর ধরে যেন আড়ালেই ছিলেন এই অভিনেতা; বিনোদন অঙ্গনে দেখা মেলেনি আগের মতো। সেই নীরবতা ভেঙে সম্প্রতি নতুন ধারাবাহিকে কাজ করছেন বলে শোনা যায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/weos
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন