নাসিম রুমি: ‘এবার রক্তগঙ্গা বইবে…’, ফার্স্ট লুকেই এমন গর্জন ছেড়েছিলেন টাইগার শ্রফ! এবার অন্তর্জালে উন্মুক্ত হওয়া ‘বাগি ৪’-এর টিজারে যেন সে কথাই প্রমাণ করলেন অভিনেতা। ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ কিস্তির প্রথম ঝলকে একেবারে ভিন্ন অবতারে দেখা গেল তাকে।
হাতে দৈত্যাকার ‘বুচার নাইফ’। আরেক হাতে মদের বোতল।
ঠোঁটে ধরা কখনো লোহার রড আবার কখনো বা সিগারেট। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। ধারালো অস্ত্রের কোপে একের পর এক শত্রুকে ধরাশায়ী করে চলেছেন। চারদিকে রক্তের বন্যা।
ফিনকি দিয়ে বেরনো শত্রুর রক্তে যেন স্নান করে এসেছেন টাইগার। ‘বাগি ৪’-এর পয়লা টিজারেই যেহেন ভয়ংকর হিংস্রতার ঝলক দেখালেন অভিনেতা। তাতেই সোশ্যালে প্রশ্ন, ‘এই ছবি কি অ্যানিমেলকেও হার মানাবে?’
টিজারে টাইগার শ্রফের পাশাপাশি সঞ্জয় দত্ত, সোনম বাজওয়া থেকে হরনাজ সাধু প্রত্যেকেই নজর কাড়লেন রক্তাক্ত চেহারায়। ভক্তদের উল্লাস, ‘রনি (টাইগার) এবার আরও ভয়ংকর খেলায় মেতেছে।’
দুই বছর আগে মুক্তিপ্রাপ্ত রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-এ রক্তারক্তি, অ্যাকশন দেখে অনেকেরই ভ্রু কুঁচকেছিল। অযাচিতভাবে মারধরের দৃশ্য রাখার পাশাপাশি হিংস্রতার প্রচার করার অভিযোগও উঠেছিল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ওপর।
তবে বাগির চতুর্থ ফ্র্যাঞ্চাইজির টিজার দেখে সিনেদর্শকদের মত, ‘এই ছবি তো অ্যাকশন, রক্তারক্তি, হিংস্রতার নিরিখে অ্যানিমেলকেও ছাপিয়ে যাবে।’ একাংশ আবার বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সে ‘অ্যানিমেল’-এর সঙ্গে মিল খুঁজে পেল।
টিজার দেখে আবার অনেকে রণবীর কাপুরের সঙ্গে টাইগার শ্রফের তুলনা টেনেছেন।
কারো মতে আবার, ‘প্রচেষ্টা ভালোই, তবে রণবীরই আসল গুরু! ওকে টপকানো দায়।’ ‘হিরোপান্তি’ স্টার বলিউডের বক্স অফিসে সেভাবে পায়ের তলার মাটি শক্ত করতে না পারলেও মাল্টি স্টারার ছবিতে কিন্তু তার কদর কম নয়।