English

26.1 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

‘হুব্বা’ নিয়ে আসছেন মোশাররফ করিম

- Advertisements -

নাসিম রুমি: নাটক-ওয়েব সিরিজের পাশাপাশি এরই মধ্যে সিনেমাতেও নাম লিখিয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সেই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি।

‘হুব্বা’ শিরোনামের সিনেমাটি ঘিরে শুরু থেকেই বেশ আলোচনায় রয়েছেন এই অভিনেতা। কিছুদিন আগে প্রকাশ পেয়েছে ‘হুব্বা’র ৪০ সেকেন্ডের টিজার। যেখানে পাওয়া গেছে হুব্বার নৃশংসতার ছাপ! কয়েক ঝলকে মোশাররফ করিমকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেই রূপে এর আগে দেখা যায়নি তাকে।

এবার সিনেমাটির পোস্টারেও ভিন্ন মোশাররফের দেখা মিললো। ঠোঁটে সিগারেট। সেই সিগারেট হাতের আঙুল দিয়ে ধরা। এমন লুকে ধরা দিলেন দেশের জনপ্রিয় তারকা মোশাররফ করিম।

পোস্টারটি শেয়ার করে সিনেমাটির প্রযোজনা সংস্থা লিখেছে, ‘হুব্বা যখন আসবে, এলাকা তখন কাঁপবে!’ সেই সঙ্গে আগাম জানিয়ে দেওয়া হয়েছে, খুব শিগগির আসছে ‘হুব্বা’র ট্রেলার! যেখানে নতুন চমকও থাকছে বলে জানিয়েছে তারা।

পরিচালক ব্রাত্য জানান, থ্রিলার ও কমেডির মিশেলে তৈরি করা হয়েছে হুব্বা।

তিনি আরও জানান, হুগলির দাউদ ইব্রাহিম খ্যাত হুব্বা শ্যামলকে নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

এতে গ্যাংস্টার অবতারে হাজির হবেন মোশাররফ করিম। খুন, মারামারি, মাদক পাচারসহ নানা অপরাধে জড়িত ছিল হুব্বা। অসংখ্য মামলা ছিল তার নামে। সেসব কাটিয়ে নির্বাচনেও দাঁড়িয়েছিল। নানা নাটকীয়তায় ভরা তার জীবনের সমাপ্তি ঘটে ২০১১ সালে। বৈদ্যবাটির খালে পাওয়া যায় তার লাশ। সেই চরিত্রটাই পর্দায় ফুটিয়ে তুলেছেন মোশাররফ করিম।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4pjs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন