অবশেষে ডিজিটাল প্লাটফর্মে নাম লেখাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ কাপুর। তবে পরিচালক হিসেবে নয়। ‘মহারাণী’ নামে একটি রাজনৈতিক সিরিজে অভিনেতা হিসেবে কাজ করবেন তিনি।
সিরিজটি সনি এলআইভিতে আসবে বেশ কয়েকটি সিজনে ভাগ হয়ে। ভারতের একটি জাতীয় দৈনিক তাদের খবরে প্রকাশ করেছে, সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন হুমা কুরেশী।
প্রকল্পটির বিশদ বিবরণ এখনো কিছু জানায়নি নির্মাতা প্রতিষ্ঠান। তবে জানা গেছে, হুমা কোরেশির চরিত্রটি হবে রাজনৈতিক জীবনের একটি রোলারকোস্টার যাত্রা। সিরিজটি প্রযোজনা করবেন শুভ কাপুর শরুনার এবং সহ-প্রযোজনা করবেন নরেন কুমার। করণ শর্মা এই সিরিজটি পরিচালনা করবেন।
সুভাষ কাপুর ও হুমা এর আগে জলি এলএলবিতে একসঙ্গে কাজ করেছিলেন। তবে হুমা ওটিটির জগতে নতুন নন। গত বছর, তিনি লায়লা সিরিজ দিয়ে নেটফ্লিক্সে আত্মপ্রকাশ করেছেন।
এরপর দিবাকর বন্দ্যোপাধ্যায়ের সাথে ‘ফ্রিডম’ সিনেমায় কাজ করেছিলেন তিনি। তার পরবর্তী কাজ হিসেবে নেটফ্লিক্সে আসছে জ্যাক স্নাইডারের ‘আর্মি অফ দ্য ডেড’।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/s6fr
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
