English

24 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
- Advertisement -

হৃতিকের হঠাৎ কী হলো

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের সুপার পাওয়ার অভিনেতা হৃতিক রোশান। ‘গ্রিক গড’ এ অভিনেতা মানেই পর্দায় উপস্থিতি আর দুর্দান্ত নাচ। সম্প্রতি পরিচালক গোল্ডি বেহেলের জন্মদিনের পার্টিতে হৃতিককে দেখে কপালে ভাঁজ পড়েছে ভক্তদের।

স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ক্রাচে ভর দিয়ে অতি সাবধানে এক পা এক পা করে হাঁটছেন এই সুপারস্টার।

ভিডিওতে দেখা যায়, হৃতিক বেশ ‘লো-প্রোফাইল’ বজায় রেখে পার্টি থেকে বিদায় নিচ্ছেন। পরনে ছিল ক্যাজুয়াল পোশাক। সাধারণত পাপারাজ্জিদের সামনে পোজ দিলেও এদিন পুরোপুরি এড়িয়ে যান তিনি।

তাকে দেখে বোঝা যাচ্ছিল, হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। ভক্তরা প্রিয় নায়কের এমন শারীরিক অবস্থা দেখে সোশ্যাল মিডিয়ায় দ্রুত আরোগ্য কামনা করেছেন। হৃতিকের এই শারীরিক কষ্টের আবহে নতুন এক তথ্য সামনে এনেছেন নামী কোরিওগ্রাফার বসকো মার্টিস।

তিনি জানিয়েছেন, আমরা পর্দায় যে হৃতিককে দেখি, তার প্রতিটি আইকনিক নাচের নেপথ্যে থাকে প্রবল লড়াই। সম্প্রতি এক সাক্ষাৎকারে বসকো স্মৃতিচারণ করেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির কালজয়ী গান ‘সেনোরিতা’র।

তিনি আরও জানান, সেই গানের শুটিং চলাকালীন হৃতিক তীব্র যন্ত্রণায় ভুগছিলেন। বসকোর কথায়, ‘সেনোরিতার কোরিওগ্রাফি ছিল দারুণ কঠিন। শুটিংয়ের সময় হৃতিক প্রচণ্ড ব্যথার মধ্যে ছিলেন, অথচ পর্দায় তা বোঝার উপায় নেই।’

পর্দায় গানটি যতটা আনন্দ আর বন্ধুত্বের বার্তা দেয়, বাস্তবে তার উল্টো অভিজ্ঞতাই পার করতে হয়েছে হৃতিককে। শারীরিক অস্বস্তি সত্ত্বেও শুটিং থামাননি তিনি। হৃতিকের এমন পেশাদারিত্ব আর সংগ্রামের কথা জেনে বিষ্মিত নেটিজেনরা। পর্দার ঝকঝকে উপস্থাপনের আড়ালে যে দীর্ঘদিনের শারীরিক লড়াই লুকিয়ে ছিল, তা এতদিন অজানাই ছিল তার অসংখ্য ভক্তের কাছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xhc4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন