নতুন বছরের শুরুতেই বড় ধাক্কা খেলেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা টমি লি জোন্স। ৭৯ বছর বয়সী এই অভিনেতার মেয়ে ভিক্টোরিয়া জোন্সের সম্প্রতি রহস্যজনক মৃত্যু হয়েছে, যা নিয়ে হলিউডে বেশ ধোঁয়াশা দেখা দিয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি বিলাসবহুল হোটেলের ১৫ তলা থেকে ভিক্টোরিয়ার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।
শুক্রবার রাতে হোটেলে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে প্রথমে ধারণা করা হয়েছিল, ভিক্টোরিয়া হয়তো অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়েছেন। পরবর্তীতে হোটেলকর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি অ্যাম্বুলেন্স ডেকে আনলে চিকিৎসকেরা ‘মেন ইন ব্ল্যাক ২’ খ্যাত এই অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন।
এখনো পর্যন্ত তার মৃত্যর আসল কারণ সম্পর্কে স্পষ্টভাবে জানা না গেলেও এক অডিও বার্তার বরাতে ‘পিপল’ ম্যাগাজিন জানিয়েছে, ভিক্টোরিয়ার মৃত্যু অতিরিক্ত মাদক সেবনের কারণে হয়ে থাকতে পারে। তবে পূর্ণ তদন্ত প্রতিবেদন এখনো হাতে না আসায় তার প্রয়াণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
বাবা টমি লি জোন্সের খ্যাতিতে অনেক বেশি পরিচিত হলেও ভিক্টোরিয়া নিজের অভিনয় দক্ষতা দিয়ে হলিউডে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। একাধিক সিনেমায় অভিনয়ের পাশাপাশি ওয়ান ট্রি হিলের মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন ভিক্টোরিয়া।
উল্লেখ্য, টমি লি জোন্স ও তার প্রাক্তন স্ত্রী কিম্বার্লিয়া ক্লাউলের সন্তান ভিক্টোরিয়া জোন্স।