English

25.7 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫
- Advertisement -

১০০ নাটকে তারা সবাই কোটিপতি

- Advertisements -

নাসিম রুমি: এমন ঘটনা বিরল, গর্বের এবং বিস্ময়েরও বটে। একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ১০০টি নাটক! প্রতিষ্ঠানটির নাম-সিএমভি।

প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু জানান, চলতি সপ্তাহে রুবেল হাসান পরিচালিত ‘স্পাই লাভ’ নাটকের মাধ্যমে কোটি ভিউয়ের সেঞ্চুরি পূর্ণ করেছে দেশের শীর্ষস্থানীয় এই প্রযোজনা প্রতিষ্ঠান। এজন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন দর্শকদের এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাটক ইন্ডাস্ট্রির সব শিল্পী ও কুশলীদের প্রতি। কারণ, এই ১০০ নাটকের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন প্রায় সব জনপ্রিয় শিল্পী-নির্মাতা।

এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘সিএমভির জন্য এটি গর্বের একটি মুহূর্ত। এই অর্জন আমাদের দীর্ঘদিনের শ্রম, মেধা ও ভালোবাসার ফল। আমি বিশেষভাবে কৃতজ্ঞ দর্শক, সমালোচক, গণমাধ্যমকর্মী এবং নাটকের সঙ্গে জড়িত প্রত্যেকের প্রতি। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই সম্ভব হয়েছে এই কোটি ভিউয়ের শতক। এই উৎসাহ নিয়ে আমরা সামনের দিনে আরও মানসম্মত নাটক ও কনটেন্ট উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ।’

কোটি ভিউয়ের শতক অর্জনের তালিকায় নির্মাতাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন রুবেল হাসান-তাঁর ১৬টি নাটক রয়েছে এই তালিকায়। এরপর আছেন জাকারিয়া সৌখিন (১২টি), মিফতা আনান ও মহিদুল মহিম (প্রতিজনের ৮টি করে)। এছাড়া শিহাব শাহীন, তৌফিকুল ইসলাম, ইমরাউল রাফাত, আরিয়ান, মাশরিকুল আলম, প্রবীর রয় চৌধুরী প্রমুখ নির্মাতারাও রয়েছেন এই তালিকায়।

অভিনেতাদের মধ্যে শীর্ষে আছেন জিয়াউল ফারুক অপূর্ব-তাঁর অভিনীত ১৮টি নাটক কোটি ভিউয়ের ঘরে। এরপর আছেন ফারহান আহমেদ জোভান (২৬টি), মুশফিক আর ফারহান (১৯টি) এবং তৌসিফ মাহবুব (১৪টি নাটক)। তালিকায় আরও রয়েছেন মোশাররফ করিম, আফরান নিশো, ইয়াশ রোহান ও নিলয় আলমগীর।

অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি নাটক রয়েছেন কেয়া পায়েলের-১৮টি। এরপর রয়েছেন তানজিন তিশা (১৬টি), মেহজাবীন চৌধুরী (১৪টি), তানজিম সাইয়ারা তটিনী (১৫টি) এবং নাজনীন নিহা (১২টি নাটক)। একই তালিকায় আরও আছেন সাবিলা নূর, তাসনিয়া ফারিণ ও সাদিয়া আয়মান প্রমুখ।

তবে প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু শিল্পীদের নাম ধরে তালিকা প্রকাশে অনাগ্রহ প্রকাশ করেছেন। তাঁর ভাষায়, ‘সব শিল্পী তো সমান সংখ্যক কাজ করেননি আমাদের ব্যানারে। এমনও আছে-মাত্র দুটি নাটক করেও কেউ কেউ কোটি ভিউয়ের দলে আছেন। আসলে প্রতিজন শিল্পী ও নির্মাতা তাঁদের সর্বোচ্চটা দিয়েছেন। দর্শকরা সেটি ভালোবেসে গ্রহণ করেছেন। আমাদের এই ১০০ নাটকের মধ্যেই ইন্ডাস্ট্রির প্রায় সব শিল্পী-নির্মাতার অবদান আছে। আমরা কখনও একক নায়ক, নায়িকা বা নির্মাতাকে ঘিরে কাজ করি না-পুরো ইন্ডাস্ট্রিকে সঙ্গে নিয়ে কাজ করতে ভালোবাসি। এই সেঞ্চুরি তারই প্রতিচ্ছবি।’

উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠানটি কোটি ভিউয়ের এই বিস্ময়কর সেঞ্চুরি অর্জন করেছে তাদের একমাত্র ইউটিউব চ্যানেল ‘সিএমভি’-র মাধ্যমেই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wmgy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন