‘পান্ডিয়া স্টোর’ তারকা পল্লবী রাও বলেন, “সুরাজ এবং আমার দুটি সন্তান রয়েছে। গত কয়েক বছর ধরে আমাদের বোঝাপড়ার সমস্যা হচ্ছিল। সবশেষে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
প্রায় দুই যুগের সংসার ভাঙার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।
তা জানিয়ে পল্লবী রাও বলেন, এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল। কারণ আমাদের একটি ২১ বছর বয়সি মেয়ে এবং একটি ১৮ বছর বয়েসি ছেলে রয়েছে।”
আলাদা হবার সিদ্ধান্ত নেওয়া কঠিন হলেও কখনো কখনো তা ভালো বলে মন্তব্য করেন পল্লবী। তার ভাষায়—“তবে কখনো কখনো বন্ধুত্বপূর্ণভাবে আলাদা হয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করা ভালো।
আমি সুরাজকে সম্মান করি। সবসময়ই তার জন্য শুভকামনা থাকবে।”
মুম্বাইয়ে একটি সিরিয়ালের শুটিং সেটে পল্লবী রাওয়ের সঙ্গে প্রথম দেখা ও পরিচয় সুরাজের। তারপর প্রেম। ২০০৩ সালে বিয়ে করেন এই দম্পতি।