English

30.8 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

২৬ কেজি ওজন কমিয়েছি: খুশি কাপুর

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের উঠতি তারকা খুশি কাপুর এবার নিজের ফিটনেস জার্নিতে ছক ভাঙা এক দৃষ্টান্ত স্থাপন করলেন। রূপালি পর্দার আড়ালে এই নায়িকা যখন নিজের শারীরিক সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা নিচ্ছেন, তখন চমকে উঠেছেন তার ভক্ত-অনুরাগীরাও। ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, ২৯০ কেজি ওজন নিয়ে হিপ থ্রাস্ট করছেন খুশি- তা-ও আবার দুবার! প্রশিক্ষকের নজরদারিতে সম্পন্ন হওয়া এই দুর্দান্ত কসরতের পর ক্যাপশনে খুশির মন্তব্য, ‘আমাকে দেখলে মনে হবে না, কিন্তু আমিই।

অভিনয়ে খুশির যাত্রা শুরু হয় নিউইয়র্ক ফিল্ম একাডেমির স্টুডেন্ট শর্ট ফিল্ম ‘স্পিক আপ’ দিয়ে, যেখানে তিনি নায়না চরিত্রে অভিনয় করেন। ২০২৩ সালে তিনি জোয়া আখতারের পরিচালনায় নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘দ্য আর্চিজ’ সিনেমায় বেটি কুপার চরিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন।

২০২৫ সালে জু্নায়েদ খানের বিপরীতে তার প্রথম প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভেয়াপা’ আসে, যেটি তামিল হিট ‘লাভ টুডে’র হিন্দি রিমেক। তবে সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়। এরপর নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ধর্মাটিক এন্টারটেইনমেন্ট প্রযোজিত রোমান্টিক কমেডি ‘নাদানিয়া’-তে অভিনয় করেন খুশি, যেখানে তার বিপরীতে ছিলেন নবাগত ইব্রাহিম আলি খান।

অন্যদিকে, খুশির বাবা বনি কাপুরও এখন আলোচনায় তার ওজন কমানো নিয়ে। তিনি ২৬ কেজি ওজন কমিয়ে চমক সৃষ্টি করেছেন।

এ বিষয়ে এক ইনস্টাগ্রাম পোস্টে বনি লেখেন, “পুরনো কিছু পোশাকে নিজেকে মানিয়ে নিতে পেরে দারুণ লাগছে। ২৬ কেজি কমিয়েছি, আর কিছু বাকি। যারা আমার খোঁজ করছেন, তাদের জন্যই এটা শেয়ার করছি। দেখে শিখে ফেলুন। এটা সত্যিই মূল্যবান! আমি যদি পারি, যে কেউ এটা পারবে।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dcde
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন