সম্প্রতি সাক্ষাৎকারে মেগান জানিয়েছেন, তিনি ৬০ পাউন্ড বা ২৭ কেজি ওজন ঝরিয়েছেন।
এই নেতিবাচকতার মোকাবেলা করেন তিনি গান ও থেরাপির মাধ্যমে।
দ্বিতীয় সন্তানের জন্মের পর মেগান ও তার স্বামী স্বাস্থ্য ও ফিটনেসের দিকে মনোযোগী হন। চিকিৎসকের পরামর্শে তারা ব্যবহার করেছেন একটি ওজন নিয়ন্ত্রণের ওষুধ। মেগান বলেন, আমরা চাই পেশিকে শক্তিশালী রাখতে। আমরা অনেক পরিশ্রম করেছি, তাই এটা ঠিক রাখতে হবে।
মেগান তার ফিটনেসযাত্রা সম্পর্কে বলেন, আমি এখন সত্যিই চমৎকার বোধ করি। নিজেকে ভালোবাসতে শিখেছি এবং এটা বলতে কোনো লজ্জা নেই।
প্রসঙ্গত, ২০১৮ সালে মার্কিন অভিনেতা ড্যারিল সাবারার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেগান। রিলি (৪) ও ব্যারি (২) নামে তাদের দুই সন্তান রয়েছে।
