নাসিম রুমি: আজ সইফ-কন্যা সারা আলি খানের বছর তিরিশে পা। প্রতি বছরই বেশ জমজমাট ভাবে পালন করা হয় তাঁর জন্মদিন। এ বারেও তার অন্যথা নয়। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তেরা। কেউ যেমন অভিনেত্রীকে আগামী বছরটাকে ভীষণ ভাবে উপভোগ করতে অনুরোধ করেছেন, তেমনই আবার নজর কেড়েছে সৎমা করিনার একটি পোস্টও। সারার জন্মদিনে করিনা একটি হৃদয় ছুঁয়ে যাওয়া ছবি শেয়ার করেছেন। শুধু তাই নয়, ক্যাপশনে তাঁকে ‘প্রিয়তমা’ বলে সম্বোধনও করেছেন। ছবিতে করিনা ও সারার পাশাপাশি দেখা গিয়েছে সইফ ও ইব্রাহিম আলি খানকেও।
শুভেচ্ছাবার্তায় লেখা ছিল, ‘শুভ জন্মদিন প্রিয়তমা। এই জন্মদিনটা তোমার জীবনে এখনও পর্যন্ত কাটানো সেরা জন্মদিন হোক। অনেক ভালোবাসা।’ করিনা এবং সারার মধ্যে সম্পর্ক বরাবরই ভীষণ ভালো। এবং প্রায়ই দু’জন দু’জনকে নিয়ে নানা পোস্ট করেন। শুধু করিনা নয়, সারাকেও এর আগে দেখা গিয়েছে করিনার ভূয়সী প্রশংসা করতে। প্রথম থেকেই বাবার সঙ্গে করিনার বিয়েতে নাকি মত ছিল তাঁর। এ কথা সারার বান্ধবীরাও নাকি খুব ভালো ভাবে জানেন।
করিনাকে ভালোলাগার কথা যেহেতু সারার বন্ধুরা জানেন, তাই অনেক সময়েই তাঁকে নিয়ে রসিকতা করেছেন। একটি সাক্ষাৎকারে একবার সারা বলেছিলেন, ‘আমার করিনাকে এতটাই ভালো লাগত যে তিনি আমার বাবার স্ত্রী হয়ে গেলেন। বন্ধুরাও মাঝেমধ্যে হাসে এই ব্যাপারটা নিয়ে।’
করিনার কাজ থেকে শুরু করে তাঁর স্টাইল, বরাবরই ভীষণ পছন্দ করেন সারা। শুধু তাই নয়, মা অমৃতার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে বাবাকে করিনার সঙ্গে ভালো থাকতে দেখে খুশি সারাও। সইফ ও করিনার দুই পুত্র সারার তুলনায় অনেকটাই বড় সারা ও ইব্রাহিম। প্রায় কুড়ি বছরের ছোট তাঁর ‘সৎ ভাইয়েরা’। তবে ভাইদের সঙ্গে একেবারেই দুষ্টু, মিষ্টি সম্পর্ক সারার।